মোবাইল ঘড়ি বা, Sim supported Smart Watch এর দাম বিভিন্নরকম হয়। ৬০০ টাকাতেও পেতে পারেন আবার ৬০০০ বা, তার চেয়ে অনেক বেশী দামেও পাবেন। এর ফিচার এবং মাণের উপর নির্ভর করে দামের ভিন্নতা দেখা যায়।
স্মার্ট ওয়াচ বা, মোবাইল ঘড়ির সুবিধা
কাটাওয়ালা ঘড়ি বা, সাধারণ ডিজিটাল ঘড়ির চেয়ে অনেক বেশী ফিচার এইসব ঘড়িতে পাওয়া যায় যা ঘড়ির ব্যবহারকে আরো উপভোগ্য করে তোলে। এনড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করার কারণে বিভিন্নরকম এপ ব্যবহার করা যায়। সাধারণ কিছু সুবিধার কথা নিচে উল্লেখ করছি(ঘড়ির মডেলভেদে সুবিধার ভিন্নতা দেখা যায়)-
- ব্লাড প্রেসার, হার্টবিট, কতটুকু দৌড়ালেন এগুলো মেপে দেয়
- সময়মতো জরুরি নোটিফিকেশন পাওয়া যায়
- কল রিসিভ বা, মেসেজ রিপ্লাই দেয়া যায়
- আপনার স্মার্টফোনটি হারিয়ে গেলে স্মার্টওয়াচ সেটি খুজে দিতে পারে
- ম্যাপ দেখে অচেনা জায়গায় পথ চলা যায়
- ঘড়ি থেকে গান শোনা যায়
- কাটাওয়ালা বা, ডিজিটাল ঘড়ি যদি মিস করেন, স্মার্টওয়াচের স্ক্রিনকে সেই ঘড়ির মতো করে নিতে পারেন
এছাড়া আরো নানারকম সুবিধা এই ধরণের ঘড়িতে পাওয়া যায়, তাই বাংলাদেশেও এর জনপ্রিয়তা বাড়ছে।
বাংলাদেশে স্মার্ট ওয়াচের প্রাইস কত?
বিভিন্ন অনলাইন শপিং মল এ বিভিন্ন দামে স্মার্ট ঘড়ি অর্ডার করতে পারবেন। এখানে আপনাদের জন্য পাঁচটি ঘড়ি দেখাচ্ছি, পছন্দ হলে অনলাইনে অর্ডার করতে পারেন। সম্ভবত হোম ডেলিভারি পাবেন।
১. রিয়েলমি স্মার্ট ওয়াচ(RMA161)
- ওয়াটার রেসিস্ট্যান্ট
- ৬ মাসের ওয়ারেন্টি
- উপরে যে সুবিধা গুলোর কথা বললাম তার সবই আছে
- দামঃ ৪৪৯০ টাকা
- দেখুন এবং অর্ডার করুন
২. জেবলেস হাইব্রিড ওয়াটারপ্রুফ ঘড়ি
- ৩ মাসের সার্ভিস ওয়ারেন্টি
- ব্লুটুথ সাপোর্টেড
- ৭ দিন চার্জ থাকে
- উপরের সুবিধাগুলো আছে
- দামঃ ৩২৫০ টাকা
- দেখুন এবং অর্ডার করুন
৩. গিয়ার এস ২ স্মার্টওয়াচ উইথ ব্লুটুথ কলিং
- ব্লুটুথ ৪.০ ব্যবহার করা হয়েছে
- মিডিয়াটেক এর প্রডাক্ট
- এটাতেও অন্য সব সুবিধা পাবেন
- দামঃ ২৪৪০ টাকা
- বিস্তারিত দেখুন এবং অর্ডার করুন
৪. এমাজফিট জিটিএস স্মার্ট ঘড়ি- শাওমি স্মার্টওয়াচ
- ব্রান্ড- শাওমি
- ব্যাটারি লাইফ ৩৩৬ ঘন্টা বা, ১৪ দিন
- ১২ টি স্পোর্টস মোড
- এমোলেড ডিসপ্লে
- দামঃ ১০৪৪৯ টাকা
- বিস্তারিত দেখুন এবং অর্ডার করুন
৫. জিটিএস স্মার্টওয়াচ উইথ ব্লুটুথ
- ম্যাগনেটিক ওয়ারলেস চার্জিং
- ১৪ টি ভাষা সাপোর্ট করে
- ওয়াটারপ্রুফ
- হার্টবিট, হেলথ ট্রাকিং ইত্যাদি সব সুবিধাই আছে
- দামঃ ১২৪০ টাকা
- বিস্তারিত দেখুন এবং কিনুন
স্মার্ট ওয়াচ ও ব্লুটুথ
ব্লুটুথ থাকার সুবিধা হচ্ছে স্পিকার এবং হেডফোন(যেগুলো Bluetooth supported) সেগুলোকে এর সাথে কানেক্ট করা যায় এবং সেটির মাধ্যমে কথা বলা বা, গান শোনা যায়।
আপনারা হয়তো ব্লুটুথ টেকনোললজির মূল ব্যাপারটা জানেন। এটির মাধ্যমে ৮ টি ডিভাইসকে যুক্ত করা যায়, শর্ত হচ্ছে ডিভাইসগুলোকে রাখতে হবে ১০ মিটার ব্যাসার্ধের মধ্যে। এর বিভিন্নরকম ভার্সন আছে। ৪.০ ভার্সনকে মোটামুটি আধুনিক ভার্সন বলা চলে।
(এই লেখাটিতে এফিলিয়েট লিংক ব্যবহার করা হয়েছে, আপনাদের পছন্দ হলে প্রডাক্টগুলো কিনতে পারেন)