তোমার ঐ দুই চোখে আমি দেখেছি অনেক ভালোবাসা

0

 

তোমার ও দুই চোখে আমি দেখেছি অনেক ভালোবাসা,
তোমার ও দুই চোখে আমি পেয়েছি প্রেমের ভাষা।

তোমার পরশ পেয়েই আমি জানলাম প্রেমের গভীরতা,
তোমায় কাছে পেয়েই পরিপূর্ণ হলো ‘ভালোবাসা’ শব্দটা।

আমার রসহীন কাব্যমালা রস পেল তোমার হাসিতে,
আমার প্রাণহীন জীবনধারা প্রাণ পেল তোমার আগমনে।

তোমার বিরহেই বুঝলাম কবিতা কী বস্তু,
কল্পনা-ভাবনা-আবেগ এর আগে আমার কাছে ছিল পরম শত্রু।

তোমার ক্রন্দনেই জানলাম কবির বুক থেকেও ঝরে পড়ে রক্ত,
তোমার প্রীতির ছোঁয়ায় পেলাম সুন্দরের ধারা এ জীবনে অবিরত।

তোমায় বুকে পেয়ে ভাবি মানব জনম হলো সার্থক,
তোমার বাহুডোরে বেঁচে থেকেই যেন অন্তিমেও ডাক পাই বিদায়ের।

 

আরো পড়ুন-

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply