দেখা হবে এক আকাশের নীচে

0

 

একলা আকাশ থমকে আছে যে
তোমার চোখের নীলাভ-সাদা ঘেঁষে
আমার আঁখি খুঁজে তারার মেলা
দেখা হবে এক আকাশের নিচে।

তোমার মাঝে খুঁজি চাঁদের আলো
আমাবস্যায় হইয়ো আমার চাঁদ
দু’জন মিলে সাক্ষী হবো তারার
গল্প গানে উঠবে মেতে ছাঁদ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Muhitul Islam

Author: Muhitul Islam

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

3 Replies to “দেখা হবে এক আকাশের নীচে”

Leave a Reply