Screenshot 20221018 163810 Gallery

ধোঁয়া উড়ে না

1

অস্থিরতার ফুলদানিগুলো জমা করে বানিয়েছো গোপন রাগের পাহাড়। সে পাহাড়ে ওঠার জমাজাতীর কোনো সম্বল আমার সামর্থ্যে নেই।

সুবর্ণ অফারের খোলা প্রান্তরের টিকেট তুমি পেয়েছো। কিন্তু নাওনি অবনিবনার মানদণ্ড খুঁড়তে খুঁড়তে।

তবু দিনের অতিক্রমে দিন আসে পালক নিয়ে। নবো জাগরণের মোহ নিয়ে পালিত হতে. দলিত হতে, মথিত হতে।

আমরা ভালোবাসায় সমর্পিত হতে জানি না বোলে ভালোবাসার চুরুট পাই ঠিকই। ধোঁয়া তাতে উড়ে না।

মনিরুজ্জামান প্রমউখ।

হাজীগঞ্জ, চাঁদপুর, বাংলাদেশ।

পরিচালক- সাহিত্যে’র বাস্তু-ডাক-ঘর।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

মনিরুজ্জামান প্রমউখ

Author: মনিরুজ্জামান প্রমউখ

মনিরুজ্জামান প্রমউখ । কবি, বাস্তবতা'র কবি ।।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

One Reply to “ধোঁয়া উড়ে না”

Leave a Reply