বাংলা শব্দের অর্থ

বোন শব্দের সমার্থক শব্দ কি?

‘বোন’ বিশেষ্য পদ। শব্দটির সমার্থক শব্দ বা, শব্দের অর্থ হচ্ছে- ভগিনী, ভগ্নি, স্বসা, সহোদরা ইত্যাদি। বড় বোনকে আপা, আপু, দিদি ইত্যাদি বলেও ডাকা হয়। ছোট বোনকে শুধু বোনই ডাকা হয়।

 

প্রফেসরস বিসিএস প্রশ্ন ব্যাংক
বিজ্ঞাপনঃ ৪৫ তম বিসিএস এর জন্য প্রশ্ন ব্যাংক

 

একই বাবা-মা, শুধু বাবা বা, শুধু মায়ের সন্তানদের মাঝে যারা মেয়ে তাদেরকেই অন্য সন্তানদের বোন নামে সম্বোধন করা হয়। এটি শুধু পারিবারিক সম্পর্ক ছাড়াও গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে বলা হয় “Sister from another mother” বা, আলাদা মায়ের পেটের বোন।

যাদের বোন আছে এমন ভাইদের মাঝে মায়া, মমতা, ভালোবাসা বেশী দেখা যায়। ক্ষমা চেয়ে নিচ্ছি, বোনদের মাঝে যতটা ঈর্ষাকাতরতা দেখা যায়, ভাইদের মাঝে ততোটা নয় । আরো নানারকম গবেষণায় বোনদের সম্পর্কে নানারকম তথ্য দেখা যায়, এগুলোকে আপনি চাইলে পাত্তা নাও দিতে পারেন।

 

আগ্রহ থাকলে পড়তে পারেন-