বাস্তবতা

1

যে মানুষটা ছেড়ে যাওয়াতে আপনি পাগলের মতো নিজেকে অগুছালো করে ফেলছেন সে ঠিকি সুস্থ ভাবে অন্য কাওকে নিয়ে নিজের মতো ভালো আছে
যে মানুষটার চলে যাওয়ার কষ্টে আপনি হাত কেটে রক্তাক্ত করছেন সে ঠিকি নিজের হাতে মেহেদী দিয়ে অন্য কারোর নাম লিখছে

যাকে না পাওয়ার আক্ষেপে আপনি কান্না করে রাত জেগে চোখের নিচে কালো দাগ করছে সে দিব্যি নিজের অনুভূতি রাত জেগে অন্যকারোর সাথে শেয়ার করছে
যাকে আপনি ভেবেছিলেন জীবনের একমাত্র সুখ তার কাছে আপনি এখন একটি বিষাক্ত কাটা যে কাটা উপরে ফেলতে পারলেই সে সবচেয়ে বেশি খুশি হতো

যে মানুষটাকে না পাওয়ার আক্ষেপে আপনি দিনের পর দিন না খেয়ে নিজেকে কষ্ট দিচ্ছেন সে কিন্তু ঠিকি রেস্টুরেন্টেে বসে অন্য কাওকে খাইয়ে দিচ্ছে বা খাচ্ছে
যাকে না পাওয়ার কষ্টে আপনি ভাবছেন আপনার সবকিছু শেষ হয়ে গেছে অথচ তার জীবনে আপনি চলে আসাতে কোন প্রভাবি পরেনি

যে মানুষটা আপন না হওয়াতে আপনি নিজের মা বাবা আপনার জন্য করা শত শত কষ্ট ভুলে নিজের জীবন শেষ করার কথা ভাবছেন অথচ সেই মানুষটা আপনাকে মনেই করছে না

যে মা ১০ মাস ১০ দিন মৃত্যু যন্ত্রণা সহ্য করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে আজ কোন এক ব্যাক্তির জন্য নিজেকে শেষ করার কথা ভাবছেন যে মানুষটা নাকী আপনার জীবনে কয়েক বছর ধরে মিথ্যা ভালোবাসা নিয়ে ছিলো

জীবন কখনি থেমে থাকবে না যেমন থেমে নেই আপনার একসময় প্রিয় মানুষটার হে জীবনে শেষ হয়ে যায় যদি আপনি তা শেষ করেন। আপনার হয়তো কষ্ট হবে অনেক কিন্তু সবকিছু সাথে মানিয়ে নিয়ে আবেগ বাদ দিয়ে বাস্তবতা ভেবে দেখুন একবার ❤️

জীবনে কারোর জন্য কষ্ট পাওয়ার আগে ১০ মাস ১০ দিন গর্ভধরণ করা মার কথাটা ভেবে দেখবেন একবার ❤️🙂

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Sakib Hossain

Author: Sakib Hossain

আমার লেখা পড়ুন নিজের মন্তব্য তুলে ধরুন 💜

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা খারাপ পুরুষ আফছানা খানম অথৈ

কবিতা অভিনয় আফছানা খানম অথৈ খারাপ পুরুষ অতি চালাক অভিনয়ে সে সেরা ছলাকলার ফাঁদে পেলে হৃদয় করে কারা। ইনিয়ে বিনিয়ে

মহান পেশা

শিক্ষা পেশার শিক্ষকগণে দাবি আদায় নিয়ে, অধিকার তাই চাচ্ছে আজি রাজধানীতে গিয়ে। শিক্ষাদানে আলোকিত সমাজ গড়ে যারা, অবহেলার জীবন নিয়ে

বুদ্ধি হবে হাঁসের মাংস খান

প্রবাসী এক বোন প্রিসিলা দিলো মোরে জ্ঞান, বুদ্ধি হইলে সবি পাবেন হাঁসের মাংস খান। হাঁসের মাংসে বুদ্ধি বাড়ে খেতে বলেন

পাথর চুরি

অলির দেশে পাথর চুরি মেনে নেওয়া যায়, সাদা পাথর সোনা ভেবে সবাই নিতে চায়। কভার ভ্যানে নৌকা যোগে করে নিলো

One Reply to “বাস্তবতা”

Leave a Reply