বিবেকহীন জাতি

0

স্মৃতির স্তম্ভে নেতাদের ভীড়
অবাক হয়নি জাতি,
শ্রেষ্ঠের সম্মান নেতার চাপায়
তবুও আমারা মাতি।

বছর ঘুরে আসলে দিনটা
একটু স্মরণ করি,
ক্রন্দন চোখে দেশের কথায়
গলা ফাটিয়ে মরি।

দেশের জন্য বীর সন্তানদের
তৈরি স্মৃতির স্তম্ভ,
নেতার ছবির ব্যানার চাপায়
দেখি শ্রেষ্ঠের দম্ভ।

ভীষণ লজ্জায় পড়বে জাতি
বিবেক ফিরে পেলে,
স্মরণ করতো বীর সেনাদের
একটু আঁখি মেলে।

বীর সেনাদের সম্মান রক্ষায়
এমন কেনো হবে?
তাদের সম্মান অটুট থাকলে
নিশান হেসে রবে।

স্মৃতির স্তম্ভে আলোক সজ্জায়
রাঙিয়ে আজ তুলি,
স্মরণ করবো হৃদয় থেকেই
যেন নাহি ভুলি।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

Leave a Reply