0
অসময়ে
- ভাস্কর পাল
ঝরছে বৃষ্টি গভীর রাতে
বইছে হাওয়া মৃদু স্রোতে
খুব গোপনে মন পুড়ছে
অশ্রু জলে আগুন নেভে।।
তারারা সব বন্ধু হয়ে
চাঁদের বুকে আছড়ে পড়ে।
মরণ শুনে কৃষ্ণচূড়া
ঝরায় রক্ত অঝোর বেগে।।
আসার এলো শ্রাবণ গেলো
আষাঢ় কথা মিথ্যে হলো
সেই আশাতে রাত্রি গুলোর
নিশি স্বপ্ন ভঙ্গ হলো।।
অজানা পত্রে বৃক্ষ সাজে
কালির ছটায় পত্র রাঙে
রজনী শব্দের সুন্দরতা
মিলিয়ে যায় অন্ধরাতে।।
আরো পড়ুন-
- ঔষধি গাছ কাকে বলে?
- বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে স্ট্যাটাস লাভ
- বুলিয়ান এলজেবরা
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ক্রিকেট খেলার লাইভ স্কোর

0