1
এক চিলতে হাসি
হারিয়ে খুজে নিতে চাই
মনকে ভাসিয়ে দিতে চাই
তবু আপন মনে আপন করতে চাই
এক চিলতে হাসি।।
মেঘকে আড়াল করে
সূর্যের প্রথম কিরণে চাই
ফাল্গুনীর হাওয়ায়
আমের প্রথম পল্লবে চাই
এক চিলতে হাসি।।
বড়ই ভালোবাসি
এক চিলতে হাসি
জীবনের শেষ নিঃশ্বাস বলবে আসি
তখনো চাই যে তোমায়
এক চিলতে হাসি।।
আরো পড়ুন-
- বর্তমানে ক্রিকেট ব্যাটসম্যান কয়টি উপায়ে আউট হতে পারে?
- কয়েকটি ওয়েবসাইটের নাম
- ব্লগ থেকে আয় করার জন্য কিসের এপ্রুভাল প্রয়োজন হয়?
- হিমু সিরিজের সেরা বই কোনটি?
- বেলের গুড়া কি উপকারি?
1