বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর নামের কোন তালিকা অনলাইনে পাওয়া যায় না যেখানে সবগুলো সাইট এখন ভিজিট করতে পারবেন। এখানে আমি Alexa এবং SimilarWeb এর র্যাংকিং অনুযায়ী খাটি বাংলাদেশের ওয়েবসাইটের তালিকা দিয়ে দেবো যেখানে সবগুলো সাইটই এখন ভিজিট করতে পারবেন, পাশাপাশি আমার পছন্দের কিছু সাইটও থাকবে।
যথারীতি বাংলাদেশের মানুষের ভিজিট করা সাইটের তালিকায় যুক্তরাষ্ট্রের ফেসবুক, গুগোল ইত্যাদি প্রথমদিকেই আছে। সেগুলোর লিস্ট এখানে পাবেন না। এখানে পাবেন প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন এরকম সাইটের তালিকা যেগুলো পুরোপুরি বাংলাদেশী।
ওয়েবসাইট কত প্রকার?
বিভিন্নভাবে ওয়েবসাইটকে আপনি ভাগ করতে পারেন। ওয়েবসাইট কত প্রকার এর উত্তরও নানারকম হতে পারে। নিচে আমি বিষয়ভিত্তিক ৯ প্রকার ওয়েবসাইটের তালিকা দিয়েছি।
ডিজাইন অনুযায়ী আরো(99designs.com থেকে নেয়া) ৮ প্রকার সাইটের কথা আপনাদের জানাচ্ছি-
- হোমপেজ
- ম্যাগাজিন ওয়েবসাইট
- ই-কমার্স ওয়েবসাইট
- ব্লগ
- পোর্টফোলিও ওয়েবসাইট
- ল্যান্ডিং পেজ
- সোস্যাল মিডিয়া
- ডিরেক্টরি
যারা ডিজাইন বা, ডেভেলপমেন্ট শিখতে চান, তাদের জন্য এই তালিকা উপকারে আসবে। আরো পড়তে পারেন– সেরা অনলাইন শপিং সাইট
বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট
বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এই নামের তালিকা দিলে সম্ভবত আপনারা বেশী উপকৃত হবেন। সবগুলো সাইটের ক্ষেত্রে এলেক্সা এবং সিমিলারওয়েব র্যাংকিং অনুসরণ না করা হলেও এই লিস্ট কাজে লাগার মতো হবে। চলুন শুরু করা যাক-
(সহজে যাতে এই পেজ খুজে পাওয়া যায় এজন্য ব্রাউজারে পেজটি বুকমার্ক করে রাখুন। )
সাধারণ ব্লগ সাইটগুলোঃ
সংবাদপত্রঃ
প্রযুক্তি ব্লগঃ
এনসাইক্লোপিডিয়াঃ
- উইকিপিডিয়া
- বাংলাপিডিয়া
- মিমির বিশ্বকোষ
- বাংলা বিশ্বকোষ
- ই তথ্যকোষ(সরকারী ওয়েবসাইট কাজ করবে এই নিশ্চয়তা দেয়া যাচ্ছে না)
খেলাধুলা বিষয়কঃ
বিনোদনঃ
ধর্ম বিষয়কঃ
বিজ্ঞান সম্পর্কিতঃ
- বিজ্ঞান বাংলা
- বিজ্ঞানযাত্রা
- বিজ্ঞানী ডট অর্গ
- বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
- বিজ্ঞান প্রযুক্তি
প্রশ্নোত্তর সাইটঃ
মোট নয়টি বিষয়ের উপর তৈরি করা ৪৫ টি ওয়েবসাইটের তালিখা এখানে আছে। এখান থেকে আপনারা যেকোন সাইট ভিজিট করতে পারবেন। প্রত্যেকটি ওয়েবসাইট ওপেন হবে নতুন ট্যাবে। মাউসের ডানপাশের বাটন ব্যবহার করে যাদের নতুন ট্যাবে ওপেন করার অভ্যাস আছে তাদের সেটা করার প্রয়োজন নেই। আর, হ্যা- যাতে করে এই পেজ হারিয়ে না যায় সেজন্য এখনই বুকমার্ক করে রাখুন।
সংবাদপত্রের ওয়েবসাইটগুলো জনপ্রিয়তার ভিত্তিতে এবং বাকিগুলো বিষয়বস্তুর ভিত্তিতে তৈরি করা তালিকা। বাংলাদেশী সাইটের সাথে কিছু অবাণিজ্যিক বিদেশী সাইটও এই লিস্টে আছে। আপনারা আরো ওয়েবসাইটের সাজেশন কমেন্ট বক্সে দিতে পারেন।
আরো পড়ুন-