বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট

বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট গুলোর নাম

0

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর নামের কোন তালিকা অনলাইনে পাওয়া যায় না যেখানে সবগুলো সাইট এখন ভিজিট করতে পারবেন। এখানে আমি Alexa এবং SimilarWeb এর র‍্যাংকিং অনুযায়ী খাটি বাংলাদেশের ওয়েবসাইটের তালিকা দিয়ে দেবো যেখানে সবগুলো সাইটই এখন ভিজিট করতে পারবেন, পাশাপাশি আমার পছন্দের কিছু সাইটও থাকবে।

যথারীতি বাংলাদেশের মানুষের ভিজিট করা সাইটের তালিকায় যুক্তরাষ্ট্রের ফেসবুক, গুগোল ইত্যাদি প্রথমদিকেই আছে। সেগুলোর লিস্ট এখানে পাবেন না। এখানে পাবেন প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন এরকম সাইটের তালিকা যেগুলো পুরোপুরি বাংলাদেশী।

ওয়েবসাইট কত প্রকার?

বিভিন্নভাবে ওয়েবসাইটকে আপনি ভাগ করতে পারেন। ওয়েবসাইট কত প্রকার এর উত্তরও নানারকম হতে পারে। নিচে আমি বিষয়ভিত্তিক ৯ প্রকার ওয়েবসাইটের তালিকা দিয়েছি।

ডিজাইন অনুযায়ী আরো(99designs.com থেকে নেয়া) ৮ প্রকার সাইটের কথা আপনাদের জানাচ্ছি-

  • হোমপেজ
  • ম্যাগাজিন ওয়েবসাইট
  • ই-কমার্স ওয়েবসাইট
  • ব্লগ
  • পোর্টফোলিও ওয়েবসাইট
  • ল্যান্ডিং পেজ
  • সোস্যাল মিডিয়া
  • ডিরেক্টরি

যারা ডিজাইন বা, ডেভেলপমেন্ট শিখতে চান, তাদের জন্য এই তালিকা উপকারে আসবে। আরো পড়তে পারেনসেরা অনলাইন শপিং সাইট

বাংলাদেশের জনপ্রিয় ওয়েবসাইট

বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে এই নামের তালিকা দিলে সম্ভবত আপনারা বেশী উপকৃত হবেন। সবগুলো সাইটের ক্ষেত্রে এলেক্সা এবং সিমিলারওয়েব র‍্যাংকিং অনুসরণ না করা হলেও এই লিস্ট কাজে লাগার মতো হবে।  চলুন শুরু করা যাক-

(সহজে যাতে এই পেজ খুজে পাওয়া যায় এজন্য ব্রাউজারে পেজটি বুকমার্ক করে রাখুন। )

woman 3061656 960 720

সাধারণ ব্লগ সাইটগুলোঃ

  1. সামহোয়ার ইন ব্লগ
  2. লেখক ডট মি
  3. সচলায়তন
  4. চতুর্মাত্রিক
  5. সদালাপ 

সংবাদপত্রঃ

  1. প্রথম আলো
  2. কালের কন্ঠ
  3. বিডিনিউজ২৪
  4. বাংলাদেশ প্রতিদিন
  5. যুগান্তর

প্রযুক্তি ব্লগঃ

  1. টেকটিউনস
  2. পিসিহেল্পলাইনবিডি
  3. টিউনারপেজ
  4. এনিটেকটিউন
  5. ট্রিকবিডি

এনসাইক্লোপিডিয়াঃ

  1. উইকিপিডিয়া
  2. বাংলাপিডিয়া
  3. মিমির বিশ্বকোষ
  4. বাংলা বিশ্বকোষ
  5. ই তথ্যকোষ(সরকারী ওয়েবসাইট কাজ করবে এই নিশ্চয়তা দেয়া যাচ্ছে না)

খেলাধুলা বিষয়কঃ

  1. খেলার জগত
  2. প্যাভিলিয়ন
  3. গোল্লাছুট
  4. বিডিক্রিকটাইম

বিনোদনঃ

  1. বিনোদন২৪
  2. BMDB
  3. বিনোদন ৬৯ 
  4. Bongobd
  5. Bioscope

ধর্ম বিষয়কঃ

  1. আল কাউসার
  2. সনাতন জ্ঞান
  3. যিহোভার সাক্ষিরা
  4. সাধনাজ্যোতি ভিক্ষু 

বিজ্ঞান সম্পর্কিতঃ

  1. বিজ্ঞান বাংলা
  2. বিজ্ঞানযাত্রা
  3. বিজ্ঞানী ডট অর্গ
  4. বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ
  5. বিজ্ঞান প্রযুক্তি

প্রশ্নোত্তর সাইটঃ

  1. বাংলা কোরা
  2. বেশতো
  3. বিশ্ময়
  4. কিভাবে 
  5. নির্বিক 

মোট নয়টি বিষয়ের উপর তৈরি করা ৪৫ টি ওয়েবসাইটের তালিখা এখানে আছে। এখান থেকে আপনারা যেকোন সাইট ভিজিট করতে পারবেন। প্রত্যেকটি ওয়েবসাইট ওপেন হবে নতুন ট্যাবে। মাউসের ডানপাশের বাটন ব্যবহার করে যাদের নতুন ট্যাবে ওপেন করার অভ্যাস আছে তাদের সেটা করার প্রয়োজন নেই। আর, হ্যা- যাতে করে এই পেজ হারিয়ে না যায় সেজন্য এখনই বুকমার্ক করে রাখুন।

সংবাদপত্রের ওয়েবসাইটগুলো জনপ্রিয়তার ভিত্তিতে এবং বাকিগুলো বিষয়বস্তুর ভিত্তিতে তৈরি করা তালিকা। বাংলাদেশী সাইটের সাথে কিছু  অবাণিজ্যিক বিদেশী সাইটও এই লিস্টে আছে।  আপনারা আরো ওয়েবসাইটের সাজেশন কমেন্ট বক্সে দিতে পারেন।

 

আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

প্রবন্ধ লেখক

Author: প্রবন্ধ লেখক

বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা

ইন্টারনেটের অন্ধকার দিক নিয়ে সতর্কতা ভাবুন তো, আপনার দিন কেমন যাচ্ছে? আমি যখন সকালে ঘুম থেকে উঠে চোখ খুলি, তখন
মোবাইল ফোনের ব্যবহার 1

মোবাইল ফোনের ব্যবহার | মোবাইল ফোনের বৈশিষ্ট্য

সকালে মোবাইল ফোনের এলার্ম দ্বারা ঘুম ভাঙা থেকে শুরু করে, রাত্রে ঘুমাতে যাওয়ার পূর্বে ফোনে এলার্ম সেট করা পর্যন্ত পুরোটা
কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ- লেখক ডট মি

কম্পিউটার এর ব্যবহার | কম্পিউটার ব্যবহার করার নিয়ম ও কাজ

আধুনিক এবং উচ্চতর জীবনধারায় কম্পিউটারের এই পরিচিতি ও ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনকে  উন্নত করে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে এবং
কম্পিউটারের কীবোর্ড পরিচিতি- লেখক ডট মি

কম্পিউটারের কি-বোর্ড পরিচিতি

কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।

Leave a Reply