0
অমর একুশে বইমেলার ১১৬নং স্টলে পাবেন আমার গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’। বইটিতে মোট একশ’টির মত কবিতা রয়েছে। মূল্য মাত্র একশ’ দশ টাকা। একুশে বইমেলা ছাড়াও জাহানারা বুক হাউজ ( ১৩/১৪, লিয়াকত এভিনিউ মার্কেট, সদরঘাট) এ পাবেন আমার এ বই। সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।কেউ আমার কাছ থেকে বই পেতে হলে আমার ব্যক্তিগত নম্বর ০১৮৮৬৮০০৯৫৮ এই নম্বরে কল করে বই পেতে পারেন।কল করার সময়ঃ সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। এছাড়া আমার ইমেইল আইডি arif08273@gmail.com এ মেইল করেও বই পেতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব বই’ কালেক্ট করুন আর পড়ে ফেলুন এক নিমেষে। আপনার সেবায় সদা প্রস্তুত।

0