কনকচাঁপা দোদুল দোল, গদ্য কবিতার বই ( ১১৬ নং স্টল, অমর একুশে বইমেলা)

0

অমর একুশে বইমেলার ১১৬নং স্টলে পাবেন আমার গদ্য কবিতার বই ‘কনকচাঁপা দোদুল দোল’। বইটিতে মোট একশ’টির মত কবিতা রয়েছে। মূল্য মাত্র একশ’ দশ টাকা। একুশে বইমেলা ছাড়াও জাহানারা বুক হাউজ ( ১৩/১৪, লিয়াকত এভিনিউ মার্কেট, সদরঘাট)  এ পাবেন আমার এ বই। সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।কেউ আমার কাছ থেকে বই পেতে হলে আমার ব্যক্তিগত নম্বর ০১৮৮৬৮০০৯৫৮ এই নম্বরে কল করে বই পেতে পারেন।কল করার সময়ঃ সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত। এছাড়া আমার ইমেইল আইডি [email protected] এ মেইল করেও বই পেতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব বই’ কালেক্ট করুন আর পড়ে ফেলুন এক নিমেষে। আপনার সেবায় সদা প্রস্তুত।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান চাঁদপুর জেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, (এখনও) অকৃতদার, পাবলিক ফিগার ।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কায়িক শ্রমিক

কায়িক শ্রমে শ্রম বিকিয়ে ভাতের গন্ধ পাই, দুমুঠো ভাত জোগাড় করতে কত হিমশিম খাই। পেটের দায়ে --ঘাম ঝরিয়ে টাকা কামাই

প্রবাসীরা সোনার ছেলে

প্রবাসীরা সোনার ছেলে মোঃ রুহুল আমিন সোনার ছেলে আপন ছেড়ে প্রবাসে দেয় পাড়ি, জীবন মরণ লড়াই করে টাকা পাঠায় বাড়ি।

উপন্যাস পর্ব তিন মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ

উপন্যাস পর্ব "তিন" মেয়েদের জীবনে বিয়ে একবার হয় আফছানা খানম অথৈ পরদিন শান্তা ক্লাশে যাচ্ছে ঠিক তখনি ছাত্রনেতা ভুট্টো এসে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

Leave a Reply