কবিতা:-প্রার্থনাদ

0

প্রার্থনাদ

-রাজু হাওলাদার

প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।
বেদ-বেদান্ত বাইবেল, স্মৃতি -সংহিতা গীতা,
তুমিই প্রভু তুমিই রব, নবী আহম্মদের মিতা।
জেন্দাবেস্তা-কুন্ডিকা,কল্প-কূর্মপুরাণ ঋগ্বেদ,
অধমই বান্দা অধম’ই গোলাম, শ্রেষ্ঠ রাসুল সাগরেদ।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
পূন্যের চেয়ে লুকায়িত কলবে পাপ করেছি জমা।
পাপ কুড়িয়ে এসেছি আমি, করবে ক্ষমা আমায়,
সর্বত্র ছেড়ে তোমার দুয়ারে, দাঁড়িয়েছি শূন্য থালায়।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।

নাম:-রাজু হাওলাদার

কলেজ:-শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কোটালিপাড়া, গোপালগঞ্জ

বর্ষ:-২২-২৩

বিভাগ:-বাংলা


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

One Reply to “কবিতা:-প্রার্থনাদ”

Leave a Reply