0
প্রার্থনাদ
-রাজু হাওলাদার
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।
বেদ-বেদান্ত বাইবেল, স্মৃতি -সংহিতা গীতা,
তুমিই প্রভু তুমিই রব, নবী আহম্মদের মিতা।
জেন্দাবেস্তা-কুন্ডিকা,কল্প-কূর্মপুরাণ ঋগ্বেদ,
অধমই বান্দা অধম’ই গোলাম, শ্রেষ্ঠ রাসুল সাগরেদ।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
পূন্যের চেয়ে লুকায়িত কলবে পাপ করেছি জমা।
পাপ কুড়িয়ে এসেছি আমি, করবে ক্ষমা আমায়,
সর্বত্র ছেড়ে তোমার দুয়ারে, দাঁড়িয়েছি শূন্য থালায়।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।
নাম:-রাজু হাওলাদার
কলেজ:-শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কোটালিপাড়া, গোপালগঞ্জ
বর্ষ:-২২-২৩
বিভাগ:-বাংলা

0
ভালো লিখেছেন কবি