কবিতা:-প্রার্থনাদ

0

প্রার্থনাদ

-রাজু হাওলাদার

প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।
বেদ-বেদান্ত বাইবেল, স্মৃতি -সংহিতা গীতা,
তুমিই প্রভু তুমিই রব, নবী আহম্মদের মিতা।
জেন্দাবেস্তা-কুন্ডিকা,কল্প-কূর্মপুরাণ ঋগ্বেদ,
অধমই বান্দা অধম’ই গোলাম, শ্রেষ্ঠ রাসুল সাগরেদ।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
পূন্যের চেয়ে লুকায়িত কলবে পাপ করেছি জমা।
পাপ কুড়িয়ে এসেছি আমি, করবে ক্ষমা আমায়,
সর্বত্র ছেড়ে তোমার দুয়ারে, দাঁড়িয়েছি শূন্য থালায়।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।

নাম:-রাজু হাওলাদার

কলেজ:-শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কোটালিপাড়া, গোপালগঞ্জ

বর্ষ:-২২-২৩

বিভাগ:-বাংলা


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রক্তেমোড়া লাশ

আবু সাঈদ জুলাই মাসের বিপ্লবী ওই বীর, স্বৈরাচারকে রুখতে সবাই উচ্চে রাখে শির। জুলাইয়ের ওই প্রথম প্রহর ছিলো রক্তে লাল,

তুমি এসো

তুমি এসো, ক্লান্ত হৃদয়ে বিশ্রাম হয়ে… দিনশেষের নিঃশ্বাসে তুমি হও শান্তির ছায়া, ভাঙা স্বপ্নগুলোকে জোড়া লাগানো একটুখানি আশা।   তুমি

বর্ষার খুশি

বর্ষা এলে সুবাস ছড়ায় কদম কেয়া গন্ধ, কবিরা তাই কাব্য সাজায় লিখে দারুণ ছন্দ। আষাঢ় এলো বর্ষা নিয়ে কদম কেয়া

স্রোতের কণ্ঠে চন্দ্রাবিষ্ট জ্যোৎস্না

চাঁদের বিমূর্ত আলোয় ধৌত স্রোতের অন্তর্গত স্তব্ধতা, স্রোতের কণ্ঠে বাজে চন্দ্রাবিষ্ট প্রার্থনার ঝিলিক, অন্ধকারে আলো ফুটথাচর অবিনাশী চুম্বন, জল হয়ে

One Reply to “কবিতা:-প্রার্থনাদ”

Leave a Reply