কবিতা বন্দিনি আফছানা খানম অথৈ

0

কবিতা
বন্দিনি
আফছানা খানম অথৈ

সোনার থালায় জন্ম আমার
রুপার থালায় বাস,
কর্মদোষে জেলখানায়
হলো আমার বাস।
আমি নারী পাপী তাপি
পেলাম না মাফ,
অসৎ উপায় অবলম্বনে
হলো কারাবাস।
অতি লোভে তাতি নষ্ট
জীবন নষ্ট টাকায়,
এ কথাটি সদা সত্য
হলো তার প্রমাণ।
টাকার লোভে সেবার নামে
করলাম দুর্নীতি,
পরীক্ষা ছাড়া বের করলাম
করোনা পজেটিভ সিভি।
খবর পেয়ে ছুটে আসেন
পুলিশ সুপারের দল
সকল তথ্য সত্য পেয়ে
পরান হাতে হ্যান্ডক্যাপ।
তিন বছর জেল খাটলাম
হলাম বন্দিনি আসামী
ডাল ভাত খেয়ে পার করলাম
বন্দিনি জীবনখানি।
অনুভব করলাম দু:খ কষ্ট
পার করলাম কত নির্ঘুম রাত,
শফথ করলাম করবো না
আর কোন পাপ।
সদা সত্য মানুষের সেবা
করবো আজীবন,
বেঁচে থাকা অবধি জীবনে
করবো না দুর্নীতির মতো পাপ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afsana Khanam

Author: Afsana Khanam

লেখক

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply