কবিতা:-প্রার্থনাদ

0

প্রার্থনাদ

-রাজু হাওলাদার

প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।
বেদ-বেদান্ত বাইবেল, স্মৃতি -সংহিতা গীতা,
তুমিই প্রভু তুমিই রব, নবী আহম্মদের মিতা।
জেন্দাবেস্তা-কুন্ডিকা,কল্প-কূর্মপুরাণ ঋগ্বেদ,
অধমই বান্দা অধম’ই গোলাম, শ্রেষ্ঠ রাসুল সাগরেদ।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
পূন্যের চেয়ে লুকায়িত কলবে পাপ করেছি জমা।
পাপ কুড়িয়ে এসেছি আমি, করবে ক্ষমা আমায়,
সর্বত্র ছেড়ে তোমার দুয়ারে, দাঁড়িয়েছি শূন্য থালায়।
প্রভু পাপিষ্ঠ অধমকে করো তুমি ক্ষমা,
ভূমিষ্টের পরে পাপিষ্ঠ পৃথিবীতে পাপ করেছি জমা।

নাম:-রাজু হাওলাদার

কলেজ:-শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কোটালিপাড়া, গোপালগঞ্জ

বর্ষ:-২২-২৩

বিভাগ:-বাংলা


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

One Reply to “কবিতা:-প্রার্থনাদ”

Leave a Reply