0
শীতে কাবু বুড়ি
আফছানা খানম অথৈ
শীত পড়ছে কনকন
কাঁপছে বুড়ি ঠকঠক,
আয় তোরা দেখে যা,
শীতে কাঁপছে বুড়ির গাঁ।
লেপ কাঁথা নাই ঘরে
বুড়ির পোলা গেছে ফেলে,
বুড়ি কাঁদে বসে বসে
চোখের জলে বুক ভাসে।
ভাত দেয়না কাপড় দেয়না
দেয়না কাঁথা বালিশ,
এমন শীতে বাঁচার মতো
নাই কোন হুশ।
বুড়ি কাঁপে থত্থর
বাঁচার নাই কোন লক্ষণ,
ছেলে থাকে রাজার হালে
মা থাকে ভাঙা কুটিরে।
0
ভাল লাগল তবে আরো ভাল আশা করছি। চিন্তা শক্তি আরো শক্তিশালি ও প্রখড় হোক । শুভ কামনা।
ভালো মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ