কবিতা : সংগ্রাম। লেখিকা : সুমাইয়া আক্তার বৃষ্টি।

0

সুখপাখি গুলো যাচ্ছে উড়ে
দেখছি আমি চুপটি করে।
চাইছি আমি দিতে ধরা
ভাবছি আমি এ কেমন পীড়া!
ভাবনাগুলো থামুক এবার
চলতে হবে আমার একার
রাস্তাটা যে কাটায় ভরা
কিন্তু স্বপ্ন তো আমার আকাশ ছোঁয়া!
পথটা যে আরো অনেক বাকি
দিতে হবে আমার একার পাড়ি
শুনতে হবে কটু কথা
কিন্তু সংগ্রাম তো আমার রক্তে মিশা!

দেখছো তুমি অবাক চোখে
ভাবছো, এসব কেমন করে!
কেমন করে দিচ্ছি পাড়ি?
সংগ্রামের এই রাস্তাখানি!
বলবো, আমি নারীজাতি
সংগ্রামে আমার নেই কো ভীতি
দিতে পারি লক্ষ পাড়ি
যেতে তেপান্তর।

~সমাপ্ত

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গার্মেন্টস কর্মী

গার্মেন্টস কর্মী খুব সকালে ঘুমের থেকে উঠে, গোসল সেরে নাস্তা খেয়েই জীবন যুদ্ধে ছোটে। সঠিক সময় কর্ম ক্ষেত্রে পৌছে যেতে

অন্তর্লোকের কণ্টকবীথি

অন্তর্লোকের শূন্যবাগানে চিন্তার বৃক্ষ জন্মে রাত্রির বীজ থেকে, বিষাক্ত নিঃশ্বাসের প্রাণীর কাঁটার জিহ্বায় হাসে প্রতারণার পরাগ, ঈর্ষা পোষে কৃত্রিমতায়, বিদ্বেষের

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ

কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ কবিতা মহান গুরু আফছানা খানম অথৈ শিশুকালে শিক্ষক আমাদের দিয়েছিলেন শিক্ষা তাদের মতো এমন

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

2 Replies to “কবিতা : সংগ্রাম। লেখিকা : সুমাইয়া আক্তার বৃষ্টি।”

Leave a Reply