0
সুখপাখি গুলো যাচ্ছে উড়ে
দেখছি আমি চুপটি করে।
চাইছি আমি দিতে ধরা
ভাবছি আমি এ কেমন পীড়া!
ভাবনাগুলো থামুক এবার
চলতে হবে আমার একার
রাস্তাটা যে কাটায় ভরা
কিন্তু স্বপ্ন তো আমার আকাশ ছোঁয়া!
পথটা যে আরো অনেক বাকি
দিতে হবে আমার একার পাড়ি
শুনতে হবে কটু কথা
কিন্তু সংগ্রাম তো আমার রক্তে মিশা!দেখছো তুমি অবাক চোখে
ভাবছো, এসব কেমন করে!
কেমন করে দিচ্ছি পাড়ি?
সংগ্রামের এই রাস্তাখানি!
বলবো, আমি নারীজাতি
সংগ্রামে আমার নেই কো ভীতি
দিতে পারি লক্ষ পাড়ি
যেতে তেপান্তর।
~সমাপ্ত
আরো পড়ুন-
- বুলিয়ান এলজেবরা
- ইহুদি ধর্মের ইতিহাস
- বেলের উপকারিতা ও অপকারিতা
- অনলাইনে কেনাকাটার সুবিধা
- প্রবন্ধ লেখার নিয়ম
0
ভালো লিখেছেন কবি
ধন্যবাদ