কবিতা : সংগ্রাম। লেখিকা : সুমাইয়া আক্তার বৃষ্টি।

0

সুখপাখি গুলো যাচ্ছে উড়ে
দেখছি আমি চুপটি করে।
চাইছি আমি দিতে ধরা
ভাবছি আমি এ কেমন পীড়া!
ভাবনাগুলো থামুক এবার
চলতে হবে আমার একার
রাস্তাটা যে কাটায় ভরা
কিন্তু স্বপ্ন তো আমার আকাশ ছোঁয়া!
পথটা যে আরো অনেক বাকি
দিতে হবে আমার একার পাড়ি
শুনতে হবে কটু কথা
কিন্তু সংগ্রাম তো আমার রক্তে মিশা!

দেখছো তুমি অবাক চোখে
ভাবছো, এসব কেমন করে!
কেমন করে দিচ্ছি পাড়ি?
সংগ্রামের এই রাস্তাখানি!
বলবো, আমি নারীজাতি
সংগ্রামে আমার নেই কো ভীতি
দিতে পারি লক্ষ পাড়ি
যেতে তেপান্তর।

~সমাপ্ত


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

2 Replies to “কবিতা : সংগ্রাম। লেখিকা : সুমাইয়া আক্তার বৃষ্টি।”

Leave a Reply