নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর আমি।
জীবিত হয়েছি তবুও মৃত এক মানুষ আমি।
দেখো আজ চারদিকে গাইছে আমারই গুনগান।
পাবকে, পবনে বইছে আজ আমারই জয়গান।
আমি তো সেই পাবক,
যার দাহে মানুষ নিজেকে জ্বালিয়েছে কত।
আমি তো সেই পবন,
যার মাঝে মানুষ নিজেকে বিলিয়ে দিয়েছে শত।
আমি তো সেই, যাকে নিয়ে রচেছে হাজারো ইতিহাস।
সমগ্র ব্রহ্মান্ড আজ স্মরণে রেখেছে আমারই কৃতকাজ।
আমি শ্রাবনের সেই হাওয়া বয়ে বেড়ানো গান।
আমি ভুবনবিজয়ী বীর বিক্রমের পড়ে থাকা নিথর প্রাণ।
আমি তো সেই সুগন্ধি,
যাকে মানুষ নিজের রন্ধ্রে মেশাতে চায়
আমি তো সেই অম্বু,
যাকে মানুষ নিজের গায়ে মাখাতে চায়
আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের
বিদ্রোহের সেই সুর।
আমি আযানের ধ্বনি,কম্পন ভূমিকম্পের মতো
ছুটে চলি অদূর।
দূষিত এই শহরে স্মরণীয় আমি
মরেও আজ অমরত্ব অর্জন করেছি আমি
আমাকে বাঁচিয়ে রেখেছে আমারই কৃতকাজ
তাই তো মুমূর্ষ হয়েও আবারও হয়েছি জীবিত আজ।
~সমাপ্ত
আরো পড়ুন-
- আইয়ান নামের অর্থ কি?
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন
- কোয়ান্টাম কি?
- চন্ডাল শব্দের অর্থ কি?
- বেলের উপকারিতা

ভালো লিখেছেন কবি
ভীষণ সুন্দর লেখা। অনেক শুভেচ্ছা।