কবিতা : স্বয়ংপ্রকাশ। সুমাইয়া আক্তার বৃষ্টি

play icon Listen to this article
0

 

নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর আমি।
জীবিত হয়েছি তবুও মৃত এক মানুষ আমি।
দেখো আজ চারদিকে গাইছে আমারই গুনগান।
পাবকে, পবনে বইছে আজ আমারই জয়গান।
আমি তো সেই পাবক,
যার দাহে মানুষ নিজেকে জ্বালিয়েছে কত।
আমি তো সেই পবন,
যার মাঝে মানুষ নিজেকে বিলিয়ে দিয়েছে শত।
আমি তো সেই, যাকে নিয়ে রচেছে হাজারো ইতিহাস।
সমগ্র ব্রহ্মান্ড আজ স্মরণে রেখেছে আমারই কৃতকাজ।

আমি শ্রাবনের সেই হাওয়া বয়ে বেড়ানো গান।
আমি ভুবনবিজয়ী বীর বিক্রমের পড়ে থাকা নিথর প্রাণ।
আমি তো সেই সুগন্ধি,
যাকে মানুষ নিজের রন্ধ্রে মেশাতে চায়
আমি তো সেই অম্বু,
যাকে মানুষ নিজের গায়ে মাখাতে চায়

আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের
বিদ্রোহের সেই সুর।
আমি আযানের ধ্বনি,কম্পন ভূমিকম্পের মতো
ছুটে চলি অদূর।

দূষিত এই শহরে স্মরণীয় আমি
মরেও আজ অমরত্ব অর্জন করেছি আমি
আমাকে বাঁচিয়ে রেখেছে আমারই কৃতকাজ
তাই তো মুমূর্ষ হয়েও আবারও হয়েছি জীবিত আজ।

~সমাপ্ত


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

কবিতা শেখ রাসেল আফছানা খানম অথৈ

শেখ রাসেল আফছানা খানম অথৈ রাসেল সোনা চাঁদের কনা সবার চোখের মনি, হেসে খেলে সবার সাথে করতো দুষ্টামি। বাবা যখন

2 Replies to “কবিতা : স্বয়ংপ্রকাশ। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply