কবিতা : স্বয়ংপ্রকাশ। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

 

নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর আমি।
জীবিত হয়েছি তবুও মৃত এক মানুষ আমি।
দেখো আজ চারদিকে গাইছে আমারই গুনগান।
পাবকে, পবনে বইছে আজ আমারই জয়গান।
আমি তো সেই পাবক,
যার দাহে মানুষ নিজেকে জ্বালিয়েছে কত।
আমি তো সেই পবন,
যার মাঝে মানুষ নিজেকে বিলিয়ে দিয়েছে শত।
আমি তো সেই, যাকে নিয়ে রচেছে হাজারো ইতিহাস।
সমগ্র ব্রহ্মান্ড আজ স্মরণে রেখেছে আমারই কৃতকাজ।

আমি শ্রাবনের সেই হাওয়া বয়ে বেড়ানো গান।
আমি ভুবনবিজয়ী বীর বিক্রমের পড়ে থাকা নিথর প্রাণ।
আমি তো সেই সুগন্ধি,
যাকে মানুষ নিজের রন্ধ্রে মেশাতে চায়
আমি তো সেই অম্বু,
যাকে মানুষ নিজের গায়ে মাখাতে চায়

আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের
বিদ্রোহের সেই সুর।
আমি আযানের ধ্বনি,কম্পন ভূমিকম্পের মতো
ছুটে চলি অদূর।

দূষিত এই শহরে স্মরণীয় আমি
মরেও আজ অমরত্ব অর্জন করেছি আমি
আমাকে বাঁচিয়ে রেখেছে আমারই কৃতকাজ
তাই তো মুমূর্ষ হয়েও আবারও হয়েছি জীবিত আজ।

~সমাপ্ত

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

আছিয়া হত্যার বিচার চাই

আছিয়া হত্যার বিচার চাই 🖋️অপ্রিয় লেখক তানভির🌹 আছিয়ার চোখে ছিলো যে আলো, নিষ্ঠুর হাতে জীবন শেষ হলো। স্বপ্ন ভাঙে নির্দয়

অথৈ নদী

ফুলের মত দেখতে তোমার চোখ।সে চোখ দিয়ে তুমি কি বল কিছুই বুঝিনা। একদিন বললাম, কি বল? বললে, ভালবাসি।আসলে তুমি ভালবাসনা,

2 Replies to “কবিতা : স্বয়ংপ্রকাশ। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply