কবিতা : স্বয়ংপ্রকাশ। সুমাইয়া আক্তার বৃষ্টি

0

 

নশ্বর এই পৃথিবীতে অবিনশ্বর আমি।
জীবিত হয়েছি তবুও মৃত এক মানুষ আমি।
দেখো আজ চারদিকে গাইছে আমারই গুনগান।
পাবকে, পবনে বইছে আজ আমারই জয়গান।
আমি তো সেই পাবক,
যার দাহে মানুষ নিজেকে জ্বালিয়েছে কত।
আমি তো সেই পবন,
যার মাঝে মানুষ নিজেকে বিলিয়ে দিয়েছে শত।
আমি তো সেই, যাকে নিয়ে রচেছে হাজারো ইতিহাস।
সমগ্র ব্রহ্মান্ড আজ স্মরণে রেখেছে আমারই কৃতকাজ।

আমি শ্রাবনের সেই হাওয়া বয়ে বেড়ানো গান।
আমি ভুবনবিজয়ী বীর বিক্রমের পড়ে থাকা নিথর প্রাণ।
আমি তো সেই সুগন্ধি,
যাকে মানুষ নিজের রন্ধ্রে মেশাতে চায়
আমি তো সেই অম্বু,
যাকে মানুষ নিজের গায়ে মাখাতে চায়

আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের
বিদ্রোহের সেই সুর।
আমি আযানের ধ্বনি,কম্পন ভূমিকম্পের মতো
ছুটে চলি অদূর।

দূষিত এই শহরে স্মরণীয় আমি
মরেও আজ অমরত্ব অর্জন করেছি আমি
আমাকে বাঁচিয়ে রেখেছে আমারই কৃতকাজ
তাই তো মুমূর্ষ হয়েও আবারও হয়েছি জীবিত আজ।

~সমাপ্ত


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Sumaiya Akter Bristy

Author: Sumaiya Akter Bristy

❝শুভ্রচিন্তার উদ্ভব ঘটে যার কথা ভেবে সে যদি মোহ হয় দোষ বা কি তাতে?❞ ~Sumaiya Akter Bristy

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

2 Replies to “কবিতা : স্বয়ংপ্রকাশ। সুমাইয়া আক্তার বৃষ্টি”

Leave a Reply