0
এই পৃথিবীতে এমন এক স্থান আছে যেখানে ফুল নেই, পাখি নেই, নদী নেই, কেউ কাউকে আপন বলে ডাকেনা, একবার যদি ডাকে পরক্ষণেই পর করে দেয়। সে পৃথিবীতে কেউ কারো ঘাস খায়না খায়না, সবাই নিজের ঘাস নিজে খায়;কেউ যদি বলে, তুই এত কাছে এসেছিস কেন? বলে তুই কাছে এসেছিস এজন্য; তখন একজন আরেকজনের থেকে দূরে সরে যায়।সে পৃথিবীতে সন্তান তার মাকে সন্তান বলে ডাকেনা তখন মা দূরে চলে যায়।সে পৃথিবীতে এমন এক স্থান আছে যেখানে পৃথিবী বলে কিছু নেই।
সে পৃথিবীতে আমার যাওয়ার বড় শখ।সে পৃথিবীতে গেলে বলব, তুমি কি আমার জন্যই অপেক্ষা করে আছ? যদি বলে হ্যাঁ আমি বলব, তোমাকে নিয়ে ঘুমিয়ে ছিলাম সাড়ে সাত রাত কালা পাহাড়ের কাছে। কিন্তু কালা পাহাড় কোন কথা বলেনি। তাই আজ আবার আসলাম; তুমি নিজেই এখন আমার কালা পাহাড় হবে কি?
আরো পড়ুন-
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ক্যালসিয়াম জাতীয় খাবার কেন খাওয়া উচিত?
- অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত বই
- ইউটিউব কি?
- ১৫০০০ টাকার মধ্যে মোবাইল ফোন
0