0
তুমি যদি কখনও কোকিলকে গান করতে দেখ তখন তোমার কি মনে হবে? তোমার সবচেয়ে কাছের আপনজন যদি কোকিলের মত গান করত।আসলে সে কি কোকিলের মত গান করে? দিনরাত করে, তুমি শোননা।তুমি যদি একবার শুনতে বলতে, এমন কোকিল জীবনেও দেখিনি । তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে তার গান মন দিয়ে শুনতে হবে।
আমার সবচেয়ে কাছের আপনজন আমাকে আজ এমন একটি গান শুনিয়েছে যে মনে হয়েছে তার মত কোকিল পৃথিবীতে নেই।তাহলে? সবার ভাগ্যে যেন এমন কোকিলের গান জুটে।এ কোকিল যদি মারা যায় তাহলে আমি কি করব? বলব, আমার কোকিল আমাকে ছেড়ে চলে গেছে এখন আমাকে মনের মত গান’ কে শোনাবে?
আরো পড়ুন-
- নিজের লেখা গল্প
- বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখার নিয়ম
- পরিসংখ্যানে তথ্য ও উপাত্ত কাকে বলে
- আটা ও ময়দার মধ্যে পার্থক্য
- যমজ মৌলিক সংখ্যা কাকে বলে
0