কোকিল

0

তুমি যদি কখনও কোকিলকে গান করতে দেখ তখন তোমার কি মনে হবে?  তোমার সবচেয়ে কাছের আপনজন যদি কোকিলের মত  গান করত।আসলে সে কি কোকিলের মত গান করে?  দিনরাত করে, তুমি শোননা।তুমি যদি একবার শুনতে বলতে, এমন কোকিল জীবনেও দেখিনি । তাহলে তোমাকে কি করতে হবে?  তোমাকে তার গান মন দিয়ে শুনতে হবে।

আমার সবচেয়ে কাছের আপনজন আমাকে আজ এমন একটি গান শুনিয়েছে যে মনে হয়েছে তার মত কোকিল পৃথিবীতে নেই।তাহলে?  সবার ভাগ্যে যেন এমন কোকিলের গান জুটে।এ কোকিল যদি মারা যায় তাহলে আমি কি করব? বলব, আমার কোকিল আমাকে ছেড়ে চলে গেছে  এখন আমাকে মনের মত গান’ কে শোনাবে?

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

Leave a Reply