0
আজ আমি দেখলাম একটি ছাগল টেনে টেনে ঘাস খাচ্ছে। আমি ছাগলটিকে জিজ্ঞেস করলাম, তুমি ঘাস খাচ্ছ কেন? ঘাস খেতে আমার ভাল লাগে। বললাম, ‘খাও, বেশি করে খাও । কিন্তু সবচেয়ে সুস্বাদ ঘাসের শখ ছাগলটির। কিন্তু সে ঘাস সে কোথায় পাবে।
আমার বড্ড ইচ্ছে করছিল সুদূর অষ্ট্রেলিয়া গিয়ে তার জন্য সবচেয়ে সুস্বাদু ঘাস নিয়ে আসি।কিন্তু সেখানেতো যাওয়া সম্ভব নয়।তাহলে ছাগলটি তার শখের ঘাস ছাড়াই থাকবে।
তাহলে বিষয়টি দাঁড়াল ছাগলের খাদ্য ঘাস না হয়ে বাতাস হলেই ভাল হত।কারন, বাতাস সবখানে পাওয়া যায়।
তাহলে যে ছাগল ঘাস খেতে পায়না তাকে বাতাস খাইয়ে রাখতে হবে, বলতে হবে, এটাই তোমার ঘাস।
আরো পড়ুন-

0