আমরা আইলা, নার্গিস, রোয়ানু ইত্যাদি ঝড়ের নামের সাথে পরিচিত। নতুন আরেকটি ঘূর্ণিঝড় এসেছিল যার নাম ফণি- এটির নামকরণ বাংলাদেশের করা। এখন আসছে মখা
আজকে চলুন জানার চেষ্টা করি ঘূর্ণিঝড়গুলোর নামকরণ কিভাবে করা হয় এবং কোথায় এই নামগুলো আমরা পেতে পারি। বিশ্ব আবহাওয়া কেন্দ্র বা, World Meteorological Organization এর নামের তালিকা আপনাদের দেখাবো।
ঘূর্ণিঝড় এর নাম কিভাবে দেয়া হয়?
নামকরণের সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সারা বিশ্বের আবহাওয়া বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে পৃথীবির বিভিন্ন অঞ্চলের ঝড়গুলোর নামকরণের জন্য আঞ্চলিক কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ পড়েছে উত্তর ভারত মহাসাগর অঞ্চলে, এই অঞ্চলের দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ওমান। এই দেশগুলো থেকে অনেকগুলো নাম প্রস্তাব করা হয় এবং পর্যায়ক্রমে ঝড়গুলোর নামকরণ করা হয়। ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআনের একটি উদ্ধৃতি শেয়ার করছি-
“আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবোই:মাঝে মধ্যে তোমাদেরকে বিপদের আতঙ্ক, ক্ষুধার কষ্ট দিয়ে, সম্পদ, জীবন,পণ্য–ফল–ফসল হারানোর মধ্য দিয়ে। আর যারা কষ্টের মধ্যেও ধৈর্য–নিষ্ঠার সাথে চেষ্টা করে, তাদেরকে সুসংবাদ দাও “
একজন ব্রাজিলিয়ান লেখক ‘পাওলো কোয়েলহো’ বলেছেন-
“আমার জীবনে আমি অনেক ঝড় দেখেছি। আর আমি শিখেছি ঝড়কে নিয়ন্ত্রণের শক্তি আমার নেই। কিন্তু আমার আছে ধৈর্য, যার মাধ্যমে আমি ঝড়ের সময় পার করে আগামীর দিকে তাকাতে পারি”
২০২৩ সালের ঘূর্ণিঝড়ের তালিকা
ফণী ২০১৯ সালে এসেছে। এরপরের ঝড়গুলো ছিল- বায়ু, হিকা, কিয়ার, মাহা, বুলবুল, সোবা, আমফান ইত্যাদি। ২০২০ সালের নিচের তালিকা থেকে পর্যায়ক্রমে এই অঞ্চলের অর্থাৎ, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ঝড়গুলোর নামকরণ করা হবে, এরপর ২০২১ সালের এবং ২০২২ সালের নামগুলোও দেয়া হয়েছিলো, এখন ২০২৩ সালের নামের তালিকাও দেখতে পাবেন। নিচের লিস্ট থেকে ঝড়ের নামগুলো দেখে নিন-
বাংলাদেশের বড় ঘূর্ণিঝড়গুলো: ২০১৭ সালে মোড়া, ২০১৩ সালে মহাসেন, ২০০৯ সালে আইলা, ২০০৭ সালে সিডর, ১৯৯১ সালের ঝড়, ১৯৭০ সালের ঝড়, ১৮৭৬ সালে বাকেরগঞ্জ ঘূর্ণিঝড়।
ঘূর্ণিঝড় মখা- ইয়েমেনের দেয়া নাম
বিবিসির খবর অনুসারে-
আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক বলেছেন “লঘুচাপটি মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে ও ১১ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কিন্তু এখনও বলা যাচ্ছে না। আরও ডেভেলপমেন্ট দেখে আমরা বলতে পারবো।”
বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ- এই তিনটি বিভাগ আক্রান্ত হতে পারে।
তথ্যসূত্রঃ Tropical Cyclone Names in the Bay of Bengal and the Arabian Sea(বিশ্ব আবহাওয়া কেন্দ্র)

🤔🤔