তুই উচ্ছাস, আমি চুপচাপ – ভাস্কর পাল

0

তুই উচ্ছাস, আমি চুপচাপ

  • ভাস্কর পাল

 

তুই উচ্ছাস আমি চুপচাপ।

ঐ মেঘেদের বাড়ি যাবি চল।।

 

হবে উল্লাস কত পলাশ।

ঝরে পড়বে ঝোড়ো হাওয়ায়।।

 

শুরু করবো শত গল্প।

ঐ মেঘেদের মাঝে আমাদের ঘর।।

 

ঝরে পড়বে কত পুষ্প।

বিছাবে চাদর আমাদের গায়।।

 

যাবো দূরে বহু দূরে।

ঐ মেঘের নৌকা দেবে পাড়ি।।

 

পাবো খুঁজে তোকে খুঁজে।

ঐ তারাদের মাঝে নতুন করে।।

 

কত স্বপ্ন কত ইচ্ছা।

লেখা আছে সব মেঘেদের গায়।।

 

গানে গানে সুরে সুরে।

কথা হবে আমাদের দুজনার।।

 

তুই স্তব্ধ আমি বলবো।

কত কত কথার পাহাড়।।

 

গান বাঁধবো তোকে নিয়ে।

সুরে সুরে হাজার কথায়।।

 

তুই উচ্ছাস আমি চুপচাপ।

ঐ মেঘেদের বাড়ি যাবি চল।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ

কবিতা জাতীয় ইলিশ আফছানা খানম অথৈ সোনার বাংলার জাতীয় ইলিশ যাচ্ছে ভারতে, বাংলার মানুষ পাচ্ছে না খেতে দাম বেড়ে যাওয়াতে।

Leave a Reply