তুই উচ্ছাস, আমি চুপচাপ – ভাস্কর পাল

play icon Listen to this article
0

তুই উচ্ছাস, আমি চুপচাপ

  • ভাস্কর পাল

 

তুই উচ্ছাস আমি চুপচাপ।

ঐ মেঘেদের বাড়ি যাবি চল।।

 

হবে উল্লাস কত পলাশ।

ঝরে পড়বে ঝোড়ো হাওয়ায়।।

 

শুরু করবো শত গল্প।

ঐ মেঘেদের মাঝে আমাদের ঘর।।

 

ঝরে পড়বে কত পুষ্প।

বিছাবে চাদর আমাদের গায়।।

 

যাবো দূরে বহু দূরে।

ঐ মেঘের নৌকা দেবে পাড়ি।।

 

পাবো খুঁজে তোকে খুঁজে।

ঐ তারাদের মাঝে নতুন করে।।

 

কত স্বপ্ন কত ইচ্ছা।

লেখা আছে সব মেঘেদের গায়।।

 

গানে গানে সুরে সুরে।

কথা হবে আমাদের দুজনার।।

 

তুই স্তব্ধ আমি বলবো।

কত কত কথার পাহাড়।।

 

গান বাঁধবো তোকে নিয়ে।

সুরে সুরে হাজার কথায়।।

 

তুই উচ্ছাস আমি চুপচাপ।

ঐ মেঘেদের বাড়ি যাবি চল।।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ

মা তুমি কেমন আছ আফছানা খানম অথৈ মা তুমি কেমন আছ? কতো দিন দেখি না তোমায়, তোমার কথা মনে হলে

কবিতা মায়ের লাশ আফছানা খানম অথৈ

মায়ের লাশ আফছানা খানম অথৈ অন্ধকার তালাবদ্ধ ঘরে পড়ে আছে মা, কোথাও কেউ নেই চারদিক অন্ধকার। ঝি ঝি পোকা ডাকছে

কবিতা কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ

কৃষকের মুখে হাসি আফছানা খানম অথৈ ক্ষেত ভরা ধান আর জল ভরা দীঘি, কৃষকের উঠোন জুড়ে শুধু ধানের সারি। মুখে

Leave a Reply