0
তুই উচ্ছাস, আমি চুপচাপ
- ভাস্কর পাল
তুই উচ্ছাস আমি চুপচাপ।
ঐ মেঘেদের বাড়ি যাবি চল।।
হবে উল্লাস কত পলাশ।
ঝরে পড়বে ঝোড়ো হাওয়ায়।।
শুরু করবো শত গল্প।
ঐ মেঘেদের মাঝে আমাদের ঘর।।
ঝরে পড়বে কত পুষ্প।
বিছাবে চাদর আমাদের গায়।।
যাবো দূরে বহু দূরে।
ঐ মেঘের নৌকা দেবে পাড়ি।।
পাবো খুঁজে তোকে খুঁজে।
ঐ তারাদের মাঝে নতুন করে।।
কত স্বপ্ন কত ইচ্ছা।
লেখা আছে সব মেঘেদের গায়।।
গানে গানে সুরে সুরে।
কথা হবে আমাদের দুজনার।।
তুই স্তব্ধ আমি বলবো।
কত কত কথার পাহাড়।।
গান বাঁধবো তোকে নিয়ে।
সুরে সুরে হাজার কথায়।।
তুই উচ্ছাস আমি চুপচাপ।
ঐ মেঘেদের বাড়ি যাবি চল।।
আরো পড়ুন-
- সেরা বাংলা পত্রিকা
- সৈয়দ ওয়ালীউল্লাহর জীবনী
- মোটিভেশনাল উক্তি
- শর্করা জাতীয় খাবার কি কি?
- প্রবন্ধ লেখার নিয়ম
0