বাংলা নিউজপেপার

সেরা ১০ টি বাংলা পত্রিকা- ভিজিট করুন

0

সেরা বাংলা পত্রিকা বলতে আমরা অনলাইনে সবচেয়ে জনপ্রিয় পত্রিকা বুঝাচ্ছি। আপনি অন্য আরো অনেক রকম বৈশিষ্ট্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করতে পারেন। আমরা পরিসংখ্যানের জন্য নির্ভর করেছি বিশ্বস্ত ওয়েব ট্রাফিক এনালাইসিস কোম্পানি Alexa এর উপর।

অনেকগুলো নামই আপনি চোখ বুঝে বলে দিতে পারবেন, দু একটি নাম দেখে অবাকও হতে পারেন। তবে, Amazon এর প্রডাক্ট এলেক্সা সম্পর্কে যারা জানেন তারা এই তালিকার উপর আস্থা রাখবেন। আবারো বলছি কোন পত্রিকা বেশী বিক্রি হয় সেটি আমরা বিবেচনা করিনি।

জিজ্ঞাসিত কিছু প্রশ্নের উত্তর 

কোন পত্রিকা সবচেয়ে ভালো?

বাংলাদেশী তো বটেই বাংলা ভাষাভাষী সব মানুষের জন্যই প্রথম আলো সেরা বাংলা পত্রিকা। এছাড়া ভারতের আনন্দবাজার, বাংলাদেশের কালের কন্ঠ, নয়া দিগন্ত এগুলোও অনেক জনপ্রিয় পত্রিকা।

বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা কোনটি?

বাংলাদেশের প্রথম অনলাইন পত্রিকা হচ্ছে বিডিনিউজ২৪ ডট কম। ২০০৪ সালে পত্রিকাটি যাত্রা শুরু করে। সাংবাদিক আলমগীর হোসেন ছিলেন পত্রিকাটির প্রধান সম্পাদক।

ইত্তেফাক শব্দের অর্থ কি?

এই শব্দটি ফার্সি এবং উর্দু ভাষায় পাওয়া যায়। এর অর্থ মিল, সম্প্রীতি বা, ঐক্য। এটি মূলত ইংরেজী coincidence শব্দের প্রতিশব্দ। সে হিসেবে অর্থ দাঁড়ায় কাকতালীয় মিল। যাই হোক এই পত্রিকাটি অনেক পুরনো এবং এখন বাংলাদেশের সেরা দশটি জাতীয় দৈনিকের একটি।

সেরা বাংলাদেশী পত্রিকার তালিকা- বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়

ভারতীয় বাংলা পত্রিকাগুলো এই তালিকায় নেই। আমরা জানি আনন্দবাজার বা, আরো কিছু পত্রিকা খুব ভালো মাণের এবং তাদের জনপ্রিয়তা বাংলাদেশেও আছে। এই তালিকায় সেই পত্রিকাগুলোকে বিবেচনা করা হয় নি। শুধু বাংলাদেশী পত্রিকার মধ্যে সেরা যেগুলো সেগুলো হচ্ছে-

১. প্রথম আলো

অনলাইন এবং অফলাইনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ৫০০। চলুন এই ওয়েবসাইটের আরো কিছু বৈশিষ্ট্য দেখে নেই-

  • ৭৯.৯৯% ভিজিটর বাংলাদেশ থেকে প্রথম আলো ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৪.১৮ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ৮.০২ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৩৯.৩% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • প্রথম আলো ই পেপার আছে। অনলাইনে কাগজের পত্রিকার মতো পড়া যাবে

 স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ৮ এবং কম্পিউটারে ৪৫। বোঝাই যাচ্ছে মোবাইল ভিজিটরদের ভিজিট করতে খুব একটা ভালো লাগে না। এরপরেও পাঠকপ্রিয়তার কারণ এই পত্রিকার প্রতি মানুষের সীমাহীন আস্থা।

ওয়েবসাইটঃ https://www.prothomalo.com/

২. যুগান্তর

এটি অনলাইনে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয়তা পাওয়া পত্রিকা। ডিজাইন আমার ভালো লেগেছে। পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ১৪৯০। একটি জাতীয় দৈনিক হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে।

  • ৭৬.৬১% ভিজিটর বাংলাদেশ থেকে যুগান্তর পত্রিকা ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৩.৯৮ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ৬.১৭ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৪২.৭% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • যুগান্তর পত্রিকার ই পেপার আছে। অনলাইনে কাগজের পত্রিকার মতো পড়া যাবে

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ১২ এবং কম্পিউটারে ৭০। বোঝাই যাচ্ছে মোবাইল ভিজিটরদের ভিজিট করতে খুব একটা ভালো লাগে না। এরপরেও এর ওয়েবসাইট স্পিডের বিচারে প্রথম আলোর তুলনায় অনেক ভালো।

ওয়েবসাইটঃ https://www.jugantor.com/

৩. জাগো নিউজ২৪

পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ১৫৭৮। ফেসবুকে এর জনপ্রিয়তা আকাশছোয়া। সম্ভবত এর কোন অফলাইন ভার্সন নেই। বাংলা নিউজ পোর্টাল হিসেবে এটি প্রথম সারিতেই থাকবে।

  • ৮০.৮৫% ভিজিটর বাংলাদেশ থেকে জাগোনিউজ ২৪ ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৭.৫২ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ১২.৫৮ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৩৭% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • এটি মূলত অনলাইন নিউজ পোর্টাল। সম্ভবত সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল।

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ৪১ এবং কম্পিউটারে ৫০। মোবাইল সাইটের স্পিড মোটামুটি সন্তোষজনক। তাই, এদের সাইটের বেশী পেজ মানুষ ভিজিট করে। সেদিক থেকে এরা প্রথম আলো এবং যুগান্তরের চেয়ে এগিয়ে আছে।

ওয়েবসাইটঃ https://www.jagonews24.com/

৪. বিডিনিউজ২৪

পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ১৫৭৪। বাংলাদেশে জাগো নিউজ এদের থেকে এগিয়ে থাকলেও ভারত এবং অন্যান্য দেশের প্রবাসী বাঙালিরা এই পত্রিকা বেশী পড়ে। চলুন আরো কিছু তথ্য দেখে নেই-

  • ৭১.৭১% ভিজিটর বাংলাদেশ থেকে বিডিনিউজ২৪ ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৩.৪৩ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ৫.৫৩ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৪৩.৯% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • এটি বাংলাদেশের প্রথম অনলাইন নিউজপেপার। জনপ্রিয়তা এবং পাঠকের আস্থায় বরাবরই প্রথমদিকে থাকে।

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ৪১ এবং কম্পিউটারে ৫০। বোঝাই যাচ্ছে মোবাইল ভিজিটরদের ভিজিট করতে খুব একটা ভালো লাগে না। এরপরেও পাঠকপ্রিয়তার কারণ এই পত্রিকার প্রতি মানুষের সীমাহীন আস্থা।

ওয়েবসাইটঃ https://bangla.bdnews24.com/

৫. কালের কন্ঠ

পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ১৫৮২। বিখ্যাত অন্যনায় জাতীয় দৈনিকের তুলনায় অপেক্ষাকৃত নতুন হলেও এই পত্রিকাটি মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।

  • ৭৮.৫৭% ভিজিটর বাংলাদেশ থেকে কালের কন্ঠ পত্রিকা ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৩.৭০ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ৫.২০ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৪৫.৪% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • কালের কন্ঠ পত্রিকার ই পেপার আছে। অনলাইনে কাগজের পত্রিকার মতো পড়া যাবে

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ৪২ এবং কম্পিউটারে ৪৮। বোঝাই যাচ্ছে মোবাইল ভিজিটরদের ভিজিট করতে খুব একটা খারাপ লাগে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতে পারি, এডগুলো বিরক্তিকর।

ওয়েবসাইটঃ https://www.kalerkantho.com/

৬. বাংলাদেশ প্রতিদিন

পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ১৯৯৭। দামে কম, মাণে ভালো অফলাইন পত্রিকা হিসেবে এর জনপ্রিয়তা ছিল। পাঠকদের আস্থা রাখতে তারা সবসময় সচেষ্ট থাকে। আমার পছন্দের একটি পত্রিকা।

  • ৯৩.১% ভিজিটর বাংলাদেশ থেকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৫.৮২ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ৯.২৫ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৩৫.৮% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • বাংলাদেশ প্রতিদিনের ই পেপার আছে কি না খুজে পাওয়া যায় নি

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ৩১ এবং কম্পিউটারে ৬৭। বোঝাই যাচ্ছে মোবাইল ভিজিটরদের ভিজিট করতে খুব একটা খারাপ লাগে না। ওয়েবসাইটের ডিজাইন এবং খবরের মাণ দুটিই ভালো।

ওয়েবসাইটঃ https://www.bd-pratidin.com/

৭. সময় নিউজ

পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ১৬৭৯। একটি টিভি চ্যানেল হয়েও যে পত্রিকার মতো জনপ্রিয়তা পাওয়া যায় তার অনন্য উদাহরণ সময় নিউজ।

  • ৭৫.৪১% ভিজিটর বাংলাদেশ থেকে সময় নিউজ ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৪.৭৬ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ৮.৪৮ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৮১.৯% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • এটি মূলত একটি টেলিভিশন চ্যানেল। এবং আমার জানামতে এটিই একমাত্র টিভি চ্যানেল যাদের লিখিত সংবাদ জনপ্রিয় পত্রিকার মতোই জনপ্রিয়।

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ৫৯ এবং কম্পিউটারে ৯৪। বোঝাই যাচ্ছে এরা এদের ওয়েবসাইট নিয়ে খুবই সচেতন। তাই, কম্পিউটারে স্পিড স্কোর ৯৪ করতে পেরেছে। মোবাইলের ৫৯ ও আশাব্যঞ্জক। পাঠকপ্রিয়তার এটাও একটা বড় কারণ।

ওয়েবসাইটঃ https://somoynews.tv/

৮. বাংলা ট্রিবিউন

পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ৩১৬০।  অনলাইনে মাণসম্মত সংবাদ পরিবেশনের জন্য এরা বিখ্যাত।

  • ৮৪.৭২% ভিজিটর বাংলাদেশ থেকে বাংলা ট্রিবিউন ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৩.৭৭ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ৫.৫১ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৪৪.৯% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • প্রথম আলো ই পেপার আছে। অনলাইনে কাগজের পত্রিকার মতো পড়া যাবে

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ১৭ এবং কম্পিউটারে ৩৫। বোঝাই যাচ্ছে মোবাইল ভিজিটরদের ভিজিট করতে খুব একটা ভালো লাগে না। এরপরেও পাঠকপ্রিয়তার কারণ এই পত্রিকার প্রতি মানুষের সীমাহীন আস্থা।

ওয়েবসাইটঃ https://www.banglatribune.com/

৯. বাংলানিউজ ২৪

পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ২৬৩০। এটি পাঠকদের সবচেয়ে প্রিয় পত্রিকাগুলর মধ্যে একটি।

  • ৭৯.৫০% ভিজিটর বাংলাদেশ থেকে বাংলানিউজ ২৪ ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৪.৪৩ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ৭.৩৩ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৪২.৩% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • এটি অনলাইন নিউজপেপার। বিডিনিউজের মতো বাংলানিউজও বাংলাদেশের মানুষের আস্থা রাখতে সক্ষম হয়েছে

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ২৯ এবং কম্পিউটারে ৩৫। বোঝাই যাচ্ছে মোবাইল ভিজিটরদের ভিজিট করতে খুব একটা ভালো লাগে না। এরপরেও খবরের প্রতি আগ্রহ থেকে পাঠকেরা ভিজিট করেন। ওয়েবসাইটের ডিজাইনও বেশ ভালো।

ওয়েবসাইটঃ https://www.banglanews24.com/

১০. ইত্তেফাক

পৃথিবীর সব ওয়েবসাইটের মধ্যে এর র‍্যাংকিং ৩৮২৯। এটি বাংলাদেশের অনেক পুরনো এবং ঐতিহ্যবাহী পত্রিকা। এর সাথে ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সম্পর্ক রয়েছে।

  • ৭৫.৮৪% ভিজিটর বাংলাদেশ থেকে প্রথম আলো ভিজিট করে। ছোট একটি অংশ আসে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে
  • একজন ভিজিটর গড়ে ৫.৩৩ টি পেজ ভিজিট করেন
  • একজন পাঠক গড়ে ১০.০৯ মিনিট এই পত্রিকার অনলাইন সাইটে ব্যয় করেন
  • ৪৫% পাঠক একটা খবর দেখেই চলে যান
  • ইত্তেফাক ই পেপার আছে। অনলাইনে কাগজের পত্রিকার মতো পড়া যাবে

স্পিডঃ মোবাইল স্কোর ১০০ তে ২০ এবং কম্পিউটারে ৩৪। বোঝাই যাচ্ছে মোবাইল ভিজিটরদের ভিজিট করতে খুব একটা ভালো লাগে না। এরপরেও পত্রিকার মাণ এবং জনপ্রিয়তার কারনে এই পত্রিকার প্রতি মানুষের আস্থা রয়েছে।

ওয়েবসাইটঃ https://www.ittefaq.com.bd/

 

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

admin

Author: admin

বিভিন্ন বিষয় নিয়ে লেখার চেষ্টা করছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ

  গল্প এক পুরুষ বারো বিয়ে আফছানা খানম অথৈ গরীব কৃষকের মেয়ে তাছলিমা প্রাথমিক শিক্ষা শেষ করেছে।আভাব অনটনের সংসার তাই

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

One Reply to “সেরা ১০ টি বাংলা পত্রিকা- ভিজিট করুন”

Leave a Reply