0
তোমাকে প্রথম কবে দেখেছিলাম মনে নেই। শুধু মনে পড়ে তোমার হাতে একটি লাল গোলাপ ফুল ছিল। তুমি সে ফুল’ হাতে এগিয়ে এসেছিলে। আমি আমার ডান হাত বাড়িয়ে সে ফুল ধরেছিলাম।আজ আর সে ফুল নেই। আজ সে ফুল কোথায় যেন হারিয়ে গেছে।
তুমি আমাকে এমন একটি দিন উপহার দিলে কেন! এমন একটি দিন উপহার না দিলেওতো পারতে।আজ আমি শুধু একটি কথা বলব, তুমি আর কখনও কাউকে এমন দিন….. দিয়োনা।এমন একটি দিন আর কাউকে….. দিলে সে মরে যাব।
তুমি শুধু একটি কথা ভেবো তোমার জীবনে এমন একজন ছিল যে তোমার পথের কাঁটা ছিল ; সেই পথের কাঁটা আজ সরে গেছে!
আরো পড়ুন-
- কাকন শব্দের অর্থ কি?
- অনলাইনে পড়াশোনা করুন ঘরে বসেই
- পঞ্চপান্ডব কারা?
- বেলের উপকারিতা
- সৌরজগতের গ্রহগুলোর চিত্রসহ বর্ণনা

0