বাংলা শব্দের অর্থ

কাকন শব্দের অর্থ কি?

কাকন শব্দের অর্থ মহিলাদের অলঙ্কার বিশেষ। কাকন শব্দটি বাংলা ভাষায় খুব একটা ব্যবহার করা হয় না। মূলত উপজাতিরা কাকন শব্দটি ব্যবহার করে থাকেন। উপজাতিদের জীবনযাত্রার দিকে তাকালে মহিলাদের হাতে বালা বা চুড়ি জাতীয় অলংকার দেখা যায়। এই অলংকারকেই তারা কাকন বলে অভিহিত করে।

বাংলা শব্দের অর্থ

 

  • কাকন শব্দের ইংরেজি করলে দ্বারায় ব্রেসলেট। ব্রেসলেট হচ্ছে হাতে পড়ার এক ধরনের জনপ্রিয় অলংকার, যা নারী পুরুষ উভয়েই পড়তে পারে।
  • কাকন শব্দের কিছু সমার্থক শব্দ হচ্ছে বালা, চুড়ি, হাতকড়া, করভুষণ ইত্যাদি। এসকল অলংকার শুধু নারীরাই ব্যবহার করেন।
  • কাকন শব্দটিকে প্রায়শই চন্দ্রবিন্দু সহিত কাঁকন বানানেও লেখা হয়।

 

আরো নতুন নতুন শব্দের অর্থ জানুন–