0
কতো ফাগুন অতীত হলো
বাগান বাড়ি ঘিরে,
নব প্রেমের মোহে উন্মাদ
আছে স্মৃতির ভিড়ে।
চাঁদের আলো জোৎস্না রাতে
প্রেমালাপ যে ছিলো,
গোধূলি ময় জীবনের শেষ
খুশি বিদায় নিলো।
মনের কোণে দোলা দিয়ে
ছবির মতো ভাসে,
নয়ন বিধুর হর্ষ পুলক
চিত্ত রঞ্জন নাশে।
আজ উদিত হৃদয় বাগে
শূন্যতা মন করে,
সব রোমাঞ্চ আজ নীরব
ভাবে হৃদয় ভরে ।
প্রেমের মধুর অনন্ত ছুঁই
আজকে হৃদয় জুড়ে,
তোমার পরশ ছোঁয়া পেয়ে
মনটা যায় যে পুড়ে ।
আরো পড়ুন-

0