নয়ন বিধুর

play icon Listen to this article
0

কতো ফাগুন অতীত হলো
বাগান বাড়ি ঘিরে,
নব প্রেমের মোহে উন্মাদ
আছে স্মৃতির ভিড়ে।

চাঁদের আলো জোৎস্না রাতে
প্রেমালাপ যে ছিলো,
গোধূলি ময় জীবনের শেষ
খুশি বিদায় নিলো।

মনের কোণে দোলা দিয়ে
ছবির মতো ভাসে,
নয়ন বিধুর হর্ষ পুলক
চিত্ত রঞ্জন নাশে।

আজ উদিত হৃদয় বাগে
শূন্যতা মন করে,
সব রোমাঞ্চ আজ নীরব
ভাবে হৃদয় ভরে ।

প্রেমের মধুর অনন্ত ছুঁই
আজকে হৃদয় জুড়ে,
তোমার পরশ ছোঁয়া পেয়ে
মনটা যায় যে পুড়ে ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

Author: মোঃ রুহুল আমিন গাজী ( B S S )

মোঃ রুহুল আমিন গাজী পিতা মোঃ আবুল কালাম গাজী গ্ৰাম -দক্ষিণ গদাই পুর পোষ্ট -মৌজা গদাই পুর থানা -আশাশুনি জেলা -সাতক্ষীরা বিভাগ -খুলনা জন্মতারিখ - ২২-১০-১৯৮৭ শিক্ষাগত যোগ্যতা - বি এস এস জাতীয়তা - বাংলাদেশী বর্তমান আর এম ইন্টারলাইনিংস লিমিটেড সিইপিজেড চট্টগ্রাম কর্মরত আছি

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

পরশ ছোঁয়া

  মহা মানব মানব কুলে তিনি বিশ্ব নবী, এলো ধরায় সবার তরে হয়ে প্রেমের ছবি। জাহেল যুগে আঁধার ঘুচে গেলো

বঙ্গকন্যার শুভ জন্মদিন

  আজ দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্ম দিন, কেমন করে শোধ করবো যে তোমার ত্যাগের ঋণ! জয় বাংলা জয় বাংলা

তুমি -৪ (প্রেমের কবিতা)

যদি দেখ সূর্যটা পূর্ব আকাশ ছেড়ে পশ্চিম আকাশে উঠেছে তাহলে কেমন লাগবে?  তোমার অনেক খারাপ লাগবে। কেন? তোমার শুধু মনে

ওগো মোর তন্বী তনুলতা বহ্নিআঁখি

আমার মৃত্যুর পর' তুমি কি করবে?  শুধু কাঁদবে, অঝোর ধারায় কাঁদবে, তোমার শুধু মনে হবে, আমার মত কেউ নেই। না,না

Leave a Reply