বাদক

0

বাদক
সাজেদুর রহমান

আজন্ম মুসাফির আমি হেঁটে বেড়ায় ধূলিধূসর পৃথিবীর পথে;
বাইসনের গুহা থেকে নীলনদের দেশে; দজলা নদীর পাড়ে আশুর শহরে,
জেরুজালেম থেকে ব্যাবিলন; ব্যাবিলন থেকে হরপ্পা নগরে,
দানিয়ুব নদীর কোল ঘেঁষে হেঁটে হেঁটে চলে গেছি মাঞ্চুরিয়া-এথেন্স-রোমে।
অবিরাম হেঁটে বেড়ায় – কখনো মরুর বুকে, কখনো ফেনোত্তাল সমুদ্রে,
কখনো গহীন বনে, কখনো বরফ-রাজ্যে; আলোয় কিংবা অন্ধকারে,
সভ্যতা থেকে আরেক সভ্যতায়; জনপদ থেকে আরেক জনপদে ।

আমি কৃতদাস থেকে শাসক সকল মানুষের প্রিয়বন্ধু হয়ে
প্রিয়জনের মতন তাদের অন্তরে ডুব দিয়ে দেখেছি এক অনন্ত বিস্ময় –
সবার হৃদয়ে বসে এক প্রিয় বাদক তোলে নেশা লাগা এক অদ্ভুত সুর;
যে সুর পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ সকল মানুষের পথচলার প্রধান ফুয়েল !
যেমন একবার উত্তাল সমুদ্রে দিশাহীন এক নাবিকের ভয়ার্ত চোখে
দেখেছিলাম তার প্রেয়সীর বিদ্যুৎ-চমকিত মায়াবী মুখ! সে যেন
কাজল-মেঘ চোখে কাপাস্বরে বলছে – ‘তুমি হালটি ছেড়ো না তবু;
ফিরে এসো তোমার একেবারে নিজস্ব ‘আমার বুকটিতে’ ।’
একবার গভীর বনের ভিতর রক্তরাঙ্গা হাতে একটি রাজ্যের রাণীকে
দেখেছি কি ভীষণ মমতায় তার পরাজিত প্রেমিক রাজার বুকের ভিতর –
এক নতুন যুদ্ধের নতুন সব বারুদ ঢেলে দিতে ।
লিডিয়ার সবচেয়ে উঁচু পাহাড়-চূড়ায় এক মধ্যবয়সী নারীকে দেখেছিলাম
তার পিতৃহীন সন্তানের জন্য একটি মনোরম, শৈল্পিক গৃহ নির্মাণ করতে ।
এভাবে আমি পৃথিবীর শহরে-নগরে, সমুদ্রে-পাহাড়ে, মরুতে-বরফে
মানব ও মানবীর সকল স্বপ্নে, সকল কাজে, সকল সৃষ্টিতে –
শুনেছি এক একজন বাদকের নেশা লাগা এক এক অদ্ভুত সুর –
সে সুর অনন্ত প্রেমের – কখনো মধুর, কখনো নিঠুর ।


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

Sazedur Rahman

Author: Sazedur Rahman

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

Chess:The board set up

Characters name: অনন্য (age 16) চঞ্চল (অনন্য র চাচা & মোসারফ র ভাই) মোসারফ করিম(অনন্য's father) রোহান(age 18) Story: কাহিনি

মৃত্যুঞ্জয়ী

কবির কাব্য সোচ্চার ছিল পেতে স্বাধীন ভাষা, মায়ের ভাষা সম্মান দিবে প্রাণে ছিলো আশা। একুশের ওই ভাষার জন্যে কলম উঠে

তরুণ যুবার দল

শহর গাঁয়ে জনের মুখে জয়ধ্বনি যে আজ, দেশের ভারটা তরুণ নিবে পরবে মাথায় তাজ। সুস্থ সুন্দর দেশটা পেতে তোমরা সবে

রোজা জান্নাত সন্ধি

রোজার মাসে মুমিনগণে রাখে তিরিশ রোজা, ঈমান আমল মজবুত করে হবে সরল সোজা। রোজার সাথে ক্ষুধার মন্দা আন্দাজ যেন করে,

Leave a Reply