বাদক

0

বাদক
সাজেদুর রহমান

আজন্ম মুসাফির আমি হেঁটে বেড়ায় ধূলিধূসর পৃথিবীর পথে;
বাইসনের গুহা থেকে নীলনদের দেশে; দজলা নদীর পাড়ে আশুর শহরে,
জেরুজালেম থেকে ব্যাবিলন; ব্যাবিলন থেকে হরপ্পা নগরে,
দানিয়ুব নদীর কোল ঘেঁষে হেঁটে হেঁটে চলে গেছি মাঞ্চুরিয়া-এথেন্স-রোমে।
অবিরাম হেঁটে বেড়ায় – কখনো মরুর বুকে, কখনো ফেনোত্তাল সমুদ্রে,
কখনো গহীন বনে, কখনো বরফ-রাজ্যে; আলোয় কিংবা অন্ধকারে,
সভ্যতা থেকে আরেক সভ্যতায়; জনপদ থেকে আরেক জনপদে ।

আমি কৃতদাস থেকে শাসক সকল মানুষের প্রিয়বন্ধু হয়ে
প্রিয়জনের মতন তাদের অন্তরে ডুব দিয়ে দেখেছি এক অনন্ত বিস্ময় –
সবার হৃদয়ে বসে এক প্রিয় বাদক তোলে নেশা লাগা এক অদ্ভুত সুর;
যে সুর পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ সকল মানুষের পথচলার প্রধান ফুয়েল !
যেমন একবার উত্তাল সমুদ্রে দিশাহীন এক নাবিকের ভয়ার্ত চোখে
দেখেছিলাম তার প্রেয়সীর বিদ্যুৎ-চমকিত মায়াবী মুখ! সে যেন
কাজল-মেঘ চোখে কাপাস্বরে বলছে – ‘তুমি হালটি ছেড়ো না তবু;
ফিরে এসো তোমার একেবারে নিজস্ব ‘আমার বুকটিতে’ ।’
একবার গভীর বনের ভিতর রক্তরাঙ্গা হাতে একটি রাজ্যের রাণীকে
দেখেছি কি ভীষণ মমতায় তার পরাজিত প্রেমিক রাজার বুকের ভিতর –
এক নতুন যুদ্ধের নতুন সব বারুদ ঢেলে দিতে ।
লিডিয়ার সবচেয়ে উঁচু পাহাড়-চূড়ায় এক মধ্যবয়সী নারীকে দেখেছিলাম
তার পিতৃহীন সন্তানের জন্য একটি মনোরম, শৈল্পিক গৃহ নির্মাণ করতে ।
এভাবে আমি পৃথিবীর শহরে-নগরে, সমুদ্রে-পাহাড়ে, মরুতে-বরফে
মানব ও মানবীর সকল স্বপ্নে, সকল কাজে, সকল সৃষ্টিতে –
শুনেছি এক একজন বাদকের নেশা লাগা এক এক অদ্ভুত সুর –
সে সুর অনন্ত প্রেমের – কখনো মধুর, কখনো নিঠুর ।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Sazedur Rahman

Author: Sazedur Rahman

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রকমারি ডট কমে পাচ্ছেন আমার বই কনকচাঁপা দোদুল দোল

গত বই মেলায় প্রকাশ পেয়েছে আমার গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল'। কেউ আমার বইটি পেতে চাইলে রকমারি ডট কম

সেথায় যেতে চায়

সেসেথায় যেতে চায় মোঃ রুহুল আমিন ওই মদিনার —বুকে ঘুমে আছে দয়াল নবী, ওই মদিনায় পাড়ি দিবো নইলে বৃথা সবি।

বৃষ্টি দাও

  দুনিয়া জুড়ে বইছে, গরম বাতাস । তোমার বান্দারা করছে, সবাই হাসফাঁস। (more…)

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস

অযত্ন ও অবহেলায় এবং জনচক্ষুর আড়ালে থেকে যাওয়া ঢাকার কিংবদন্তি নবাব স্যার খাজা স‌লিমুল্লাহ বাহাদুর এর অবদান ও ইতিহাস ----------------------------------------------------

Leave a Reply