বৃষ্টির দিন

0

আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে ।বৃষ্টির শব্দে মনের ভিতরে যেন একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে।সেই আলোড়নের ঢেউ প্রকৃতির মত মনকে  বিশুদ্ধ করে। বৃষ্টির পানিতে প্রকৃতি যেমন খুশি হয়ে উঠে।দশ বছরের রিমঝিম আজ বৃষ্টিতে চায়।  ভিজতে  চাওয়ার কথা শুনে মা বলল’ ,”ঠিক আছে আমিও তোমার সাথে আজ বৃষ্টি তে ভিজব ।”মা মেয়ে ছাদে  উঠতেই সিড়ির কোনা থেকে  বিড়ালের মিউ মিউ শব্দ ভেসে আসছিল ।বৃষ্টিতে ভিজতে ভিজতে রিমঝিম মাকে বলল, “মা বিড়ালটির মনে হচ্ছে ক্ষুধা লেগেছে।”ওরা বাসায় যেয়ে কিছু মাছ ভাজা  নিয়ে এসে বিড়ালটিকে দিতেই  তা  খেয়ে নিল। তা দেখে  সে তার মাকে জড়িয়ে ধরে বলল,”বৃষ্টিতে ভিজে আর বিড়াল কে খাবার দিয়ে আমি খুব খুশি।”মা হেসে বললেন তোমার খুশিতে আমিও খুব খুশি।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

arash not legit

Author: arash not legit

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কিশোর

  আমরা নবীন,আমরা কিশোর জয় করিবো বিশ্ব ভূবন, মেধার বিকাশ জাগবে এবার গড়বো জ্ঞানের নতুন স্বপন। সত্য ন্যায়ের সঙ্গে থেকে

গদ্য কবিতার বই ‘ কনকচাঁপা দোদুল দোল ‘

গদ্য কবিতার বই 'কনকচাঁপা দোদুল দোল '। মোট কবিতার সংখ্যা ৮০ টি।বইটিতে আমার কবি নাম: মোঃ আরিফ হোসেন সর্দার।  

ওঁরা আপন জন

ঘুমের থেকে ওঠরে জেগে ওহে মুসলিম গণ, দেখরে চেয়ে মরছে যারা ওঁরা আপন জন। মুসলিম হলে কেমন করে থাকো আজি

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক বাহিনী বুলেট ছোড়ে ঝাঁঝরা করে

Leave a Reply