বৃষ্টির দিন

play icon Listen to this article
0

আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে ।বৃষ্টির শব্দে মনের ভিতরে যেন একটি আলোড়ন সৃষ্টি হচ্ছে।সেই আলোড়নের ঢেউ প্রকৃতির মত মনকে  বিশুদ্ধ করে। বৃষ্টির পানিতে প্রকৃতি যেমন খুশি হয়ে উঠে।দশ বছরের রিমঝিম আজ বৃষ্টিতে চায়।  ভিজতে  চাওয়ার কথা শুনে মা বলল’ ,”ঠিক আছে আমিও তোমার সাথে আজ বৃষ্টি তে ভিজব ।”মা মেয়ে ছাদে  উঠতেই সিড়ির কোনা থেকে  বিড়ালের মিউ মিউ শব্দ ভেসে আসছিল ।বৃষ্টিতে ভিজতে ভিজতে রিমঝিম মাকে বলল, “মা বিড়ালটির মনে হচ্ছে ক্ষুধা লেগেছে।”ওরা বাসায় যেয়ে কিছু মাছ ভাজা  নিয়ে এসে বিড়ালটিকে দিতেই  তা  খেয়ে নিল। তা দেখে  সে তার মাকে জড়িয়ে ধরে বলল,”বৃষ্টিতে ভিজে আর বিড়াল কে খাবার দিয়ে আমি খুব খুশি।”মা হেসে বললেন তোমার খুশিতে আমিও খুব খুশি।

 

Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

arash not legit

Author: arash not legit

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মরে গেছি – ৪

জন্মও নিয়েছি তোমার জন্য মরবও তোমার জন্য। অথচ সেই তুমি আমার নয়। আজ আমার কি করতে ইচ্ছে হয়?মরে যেতে ইচ্ছে

তুমি আমার – ৯

তুমিও আমার , আমিও তোমার। অথচ কে যেন আমার নয়?  সে জনা কে? সে জনা হল, তুমি আমার। তুমি আমার

কবিতা

ঘন্টার পর ঘন্টা কবিতা লিখি। অথচ আজ আমি একটাও কবিতা লিখিনি।কেন? কবিতা লিখতে আমার ভাল লাগেনা।এমন কবিতার জন্ম কেন হল?

চোখে চোখে

চোখে চোখে চোখ রাখলে কি হয়? চোখে চোখে চোখ রাখলে চোখে চোখ থাকেনা।সে চোখ কোথায় যেন হারিয়ে  যায়। আজ আমার

Leave a Reply