মটরশুটি রেসিপি- লেখক ডট মি

মটরশুটি দিয়ে মজার রেসিপি

1

রান্নার উপকরণ:

  • মটরশুঁটি ১ কাপ
  • বেগুন ১টি (টুকরো করে কেটে নিতে হবে)
  • শিম ইচ্ছা মতো
  • আলু ২টি (টুকরো করে কেটে নিতে হবে)
  • পেঁয়াজ ২টি (টুকরো করে কেটে নিতে হবে)
  • রসুন ২ কোয়া
  • লবণ ১চা চামচ
  • সরিষার তেল ২চা চামচ
  • ধনেপাতা হাফ কাপ (কুচি করে নিতে হবে)

রন্ধন প্রণালী :

প্রথমে হালকা আঁচে সরিষার তেল গরম করে নিতে হবে। গরম হয়ে এলে তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ, রসুন, বেগুন, মটরশুঁটি, আলু,শিম ,লবণ এই উপকরণ গুলো দিয়ে নাড়তে হবে। উপকরণগুলো সিদ্ধ হয়ে এলে কুচানো ধনেপাতা গুলো দিয়ে নামিয়ে নিতে হবে।

ব্যাস তৈরি হয়ে গেল স্বল্প উপকরণে স্বল্প সময়ে ঝটপট একটি সুস্বাদু আনকমন রেসিপি।

পরিবেশন: ৩-৪ জন

 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Afroza

Author: Afroza

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

রান্না:ধুন্দুল বালাচাও তৈরি

উপকরণ;ধুন্দুল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, ধনেপাতা কুচি একমুঠো, বালাচাও আধা কাপ, শর্ষে তেল ২ টেবিল

সেমাই রেসিপি

রেসিপি - উপকরণঃ ১.চিকন সেমাই ২.চিনি ৩.ঘি ৪.লবন ৫.পানি ৬.আস্ত এলাচ ৭.কেওড়া জল ফ্রুটস ইচ্ছে মত তবে দেখতে সুন্দর এমন
টমেটো সস রেসিপি- লেখক ডট মি

টমেটো সস তৈরির রেসিপি

টমেটো সস ......রেসিপি.... উপকরণ ★টমেটো-৩কেজি ★চিনি-১কাপ ★লাল মরিচের গুড়া-১টে চামচ ★লবণ-সামান্য(স্বাদমতো) ★সিরকা-হাফ কাপ ★কর্ণ ফ্লাওয়ার-দেড় টে চামচ ★পানি-দেড় টে চামচ
সবজি ডাল রেসিপি

হোটেলের মতো সবজি-ডাল রেসিপি

বাংলা রেস্টুরেন্টের সকালের নাস্তার সবজি-ডাল উপকরণঃ ১.সবজি কিউব ৪ কাপ (পেঁপে,মিষ্টি কুমড়া,কাঁকরোল,আলু) ২.বুটের ডাল ১/৪ কাপ ৩.পিঁয়াজ কুচি দেড় টে

3 Replies to “মটরশুটি দিয়ে মজার রেসিপি”

Leave a Reply