0
আমি যে হাত দিয়ে ভাত খাই সে হাত দিয়ে মাছ ধরি।একদিন একজন বলল, তুই এ হাত দিয়ে মাছ ধরছ কেন? বললাম, কি হয়েছে? বলল, যে হাত দিয়ে ভাত খায় সে হাত দিয়ে মাছ ধরতে নেই। এখন আমি অন্য হাত দিয়ে মাছ ধরি। তারপরও মানুষ আমাকে ডাক দেয়।বলে, এই তোর তো মাছ ধরা হয়না।বলি কি হয়েছে? বলে, আগে ওই হাত দিয়ে মাছ ঠিক করে নিবি তারপর ধরবি।বললাম, একজন যে আমাকে আগে ডাক্ দিল।বলল, এরকম ডাক দেয়ই।এখন আমি আগের হাত দিয়ে মাছ ঠিক করি এরপর অন্য হাত দিয়ে মাছ ধরি। আমার কেবলি মনে হয় কোথায় যেন ভুল হয়ে যায়। একজন তো একদিন বলেই ফেলল, তোর মাছ ধরাই হয়না।এখন আমি কি করব বলেন?

0