মানুষ (৭)

0

মানুষ হয়ে যে মানুষকে ভালবাসেনা সে কি হয়ে যায়?

সে জানোয়ার হয়ে যায়।

জানোয়ার হয়ে সে কি করে?

শুধু মানুষ ধরে ধরে হত্যা করে।

এমন জানোয়ার কি আছে?

আছে।

সে কে?

কলিমউদ্দিন ভরসা নামে এক মোসুমী বিটলার।

তাকে কি করতে হবে?

হত্যা করতে হবে।

এমন হত্যাকারী কি আছে?

না।

তাহলে?

আমরা সবাই অ-মানুষ

 

এবার বল, মানুষ হব কিভাবে?

মানুষ হওয়া সম্ভব নয়।

কেন?

তোমার  মধ্যে এক অমানুষ লুকানো আছে।

তাহলে?

তাকে হত্যা করতে হবে।

আচ্ছা, হত্যা করলাম এবার?

এবার তোমাকে কলিমউদ্দিন ভরসা’র পিছু ছুটতে হবে।

আচ্ছা কলিমউদ্দিন ভরসা’র পিছু ছুটলাম, তারপর?

তারপর তাকে হত্যা করতে হবে!  এমনভাবে হত্যা করতে হবে যে কেউ কাউকে দেখেনি।

আচ্ছা, সেভাবে হত্যা করলাম, তারপর?

তারপর তুমি মানুষ হবে।

তাহলে আজ আমি মানুষ?

না, আজ তুমি মানুষ নও।

তাহলে?

আজ তুমি অ- মানুষ।

এমন মানুষ হলাম কেন!

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

মোঃ আরিফ হোসেন

Author: মোঃ আরিফ হোসেন

আমার জন্মস্থান বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। জন্ম তারিখ ০১/০১/১৯৮৪।আমি জাহাঙ্গীরনগরবিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ পাস করেছি ।আমি মোঃ আরিফ হোসেন নামে কবিতা লিখি। এছাড়া আমার মোঃ আরিফ সর্দার নামে একটি কবিতার বই বেরিয়েছে, নাম, কনকচাঁপা দোদুল দোল।আমার ফেসবুক একাউন্ট এর নাম মোঃ আরিফ হোসেন ( সেখানে গিয়েও আমার কবিতা পড়তে পারেন)

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

Leave a Reply