0
মানুষ হয়ে যে মানুষকে ভালবাসেনা সে কি হয়ে যায়?
সে জানোয়ার হয়ে যায়।
জানোয়ার হয়ে সে কি করে?
শুধু মানুষ ধরে ধরে হত্যা করে।
এমন জানোয়ার কি আছে?
আছে।
সে কে?
কলিমউদ্দিন ভরসা নামে এক মোসুমী বিটলার।
তাকে কি করতে হবে?
হত্যা করতে হবে।
এমন হত্যাকারী কি আছে?
না।
তাহলে?
আমরা সবাই অ-মানুষ
এবার বল, মানুষ হব কিভাবে?
মানুষ হওয়া সম্ভব নয়।
কেন?
তোমার মধ্যে এক অমানুষ লুকানো আছে।
তাহলে?
তাকে হত্যা করতে হবে।
আচ্ছা, হত্যা করলাম এবার?
এবার তোমাকে কলিমউদ্দিন ভরসা’র পিছু ছুটতে হবে।
আচ্ছা কলিমউদ্দিন ভরসা’র পিছু ছুটলাম, তারপর?
তারপর তাকে হত্যা করতে হবে! এমনভাবে হত্যা করতে হবে যে কেউ কাউকে দেখেনি।
আচ্ছা, সেভাবে হত্যা করলাম, তারপর?
তারপর তুমি মানুষ হবে।
তাহলে আজ আমি মানুষ?
না, আজ তুমি মানুষ নও।
তাহলে?
আজ তুমি অ- মানুষ।
এমন মানুষ হলাম কেন!
আরো পড়ুন-
- মোবাইল ফোনের দাম
- বিখ্যাত ব্যক্তিদের সেরা উক্তি
- ৩০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল
- কিশমিশ খাওয়ার উপকারিতা
- ক্রিকেট খেলার ইতিহাস

0