0
তুমি কি কখনও মিশর গিয়েছ? না তুমি কি কখনও মিশর যাওনি। তাইতো তুমি দেখনি মিশরের ক্লিওপেট্রা, বড় বড় হিজল গাছ, বিশাল দৈত্যরূপ পিরামিড, কায়রোর বাঁকে বাঁকে কারা দাঁড়িয়ে থাকে, বিশাল ভদকা যা নিয়ে কাড়াকাড়ি হয়, পানকৌড়ির চটকি।
তাহলে? তোমার জন্য আমার দুঃখ হয় তুমি মিশর দেখলেনা।
তাহলে?
তুমি আমার এমন এক মিশর ; এখন তুমি আমাকে কি দেবে বল।
তুমি আমাকে তোমার বুকের বোতাম দাও সেটা আমি কিছুক্ষণ টিপি দেখি সেটা তুমি কি করে লাগিয়েছিলে।
না না সেটা আমি দেবনা।
তাহলে মিশর মিশরই রয়ে গেল।
তাহলে?
এমন মিশরের কেন জন্ম হল যে মিশর মিশরই রয়ে গেল
তাহলে?
সে মিশরের জন্ম হোক যে মিশর কোনদিন মিশর ছিলনা তাহলেই তো মিশর নিয়ে আমাকে এত ভাবতে হবেনা।
আরো পড়ুন-

0