শিক্ষা গুরু – ভাস্কর পাল

0

শিক্ষা গুরু

  • ভাস্কর পাল

 

মাগো তুমি ছোটো থেকেই শিক্ষা দিয়ে যাচ্ছ

এখনো তো ভুল করলে কানটি টেনে ধরো।

বাবা তোমার শিক্ষা গুলো নিচ্ছি মাথায় তুলে

তোমার শিক্ষায় তোমার মতোই

ভালো মানুষ হবো বলে।

তোমারা আমার প্রথম গুরু

তোমাদের নিয়েই জীবন শুরু

সাড়া জীবন এই ভাবেতেই

তোমারা আমার থেকো পাশে।

কখনো কোনো ভুল করলে-

শাসন কোরো মেরো মোরে।

 

তোমরা ছাড়াও শিক্ষা দিলো-

অনেক গুরু অনেক ভাবে,

তাদের স্মৃতি মাথায় করে

তাদের বাণী রাখবো মনে।

শিক্ষা গুলো মাথায় করে

ভালো মানুষ উঠবো হয়ে-

শিক্ষা গুরু তোমরা সবাই

একই ভাবে থেকো পাশে

তোমাদের ছাড়া আমি

পারবোনা যে একলা চলতে।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ

#কবিতা দুখী মানুষ আফছানা খানম অথৈ কত গরীব দেখি রোজ না খেয়ে আছে পথেঘাটে পড়ে আছে কেউ নেই কাছে। আপন

রিকশাওয়ালা

গ্ৰামের থেকে কতো মানুষ হচ্ছে শহর মুখে, পেটের দায়ে জীবন তাদের চরম ভাবে দুখে। কোনো ভাবেই রাত যাপনে বস্তির ঘরে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

Leave a Reply