0
সত্যজিত রায়ের জন্ম ১৯২১ খ্রিস্টাব্দে কলকাতায়।তার পূর্ব – প্রজন্মের ভিটা ছিল কিশোর গঞ্জের কাটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে।
সত্যজিত রায় শুধু লেখক নয় তিনি একজন চলচ্চিত্র – নির্মাতা, চিত্র নাট্যকার,শিল্প নির্দেশক, সংগীত পরিচালক।তিনি বিশ শতকের শ্রেষ্ঠ চলচ্চিত্র- নির্মাতাদের একজন হিসাবে বিবেচিত হয়।
তার নির্মিত প্রথম চলচ্চিত্র “পথের পাঁচালী ” (১৯৫৫) সালে বহু আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেন। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনি লেখক, প্রকাশক ও চিত্রকর।
তিনি ছোট গল্প ও উপন্যাস ও রচনা করেছেন।তার সৃষ্ট জনপ্রিয় চরিত্র গোয়েন্দা ফেলুদা ও প্রোফেসর শঙ্কু।
আমাদের এ-ই অসামান্য জনপ্রিয় লেখক ১৯২২ খৃষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
আরো পড়ুন-
- আগন্তুক- সত্যজিৎ রায়ের শেষ সিনেমা
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- হেনরি লুই ডিরোজিওর জীবনী
- সেরা কিছু ইংরেজি থেকে বাংলা অনুবাদ বই
- অন্যপ্রকাশ প্রকাশনী থেকে প্রকাশিত সেরা ১০ টি বই

0