সত্যের পথ মিথ্যার পথ

0

অনেক কঠিন সত্যের পথে থাকা,

অনেক সহজ মিথ্যার পথে থাকা।

সত্যের পথে সবাই থাকতে পারে না,

যারা পারে তারাই পায় ভগবানের ভালোবাসা।

মিথ্যার পথে থাকলে সুখ দু’দিনের,

সত্যের পথে থাকলে সুখ চিরদিনের।

মিথ্যার পথে যে থাকে ভগবানের কাছে সে পছন্দের নয়,

সত্যের পথে যে থাকে ভগবানের আশীর্বাদ সর্বদা সে পায়।

মিথ্যার পথ সহজ হলেও নয় সে বাঁচার উপযুক্ত পথ,

সত্যের পথ কঠিন হলেও সে পথই বেঁচে থাকার আদর্শ পথ।

মিথ্যার পথে যে সারা জীবন থাকে

মরণের পরে তার স্থান হয় নরকের আগুনে,

সত্যের পথে যে সারা জীবন থাকে

মরণের পরে তার স্থান হয় ভগবানের শ্রীচরণে।

তাই তো বলি কখনও থেকো না মিথ্যার পথে,

সর্বদা থাকো সত্যের পথে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৯/৭/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি শিবকে ভালোবাসি

আমি শিবকে ভালোবাসি আমি মহাদেবকে ভালোবাসি আমি শম্ভুকে ভালোবাসি আমি শঙ্করকে ভালোবাসি আমি রুদ্রকে ভালোবাসি আমি নটরাজকে ভালোবাসি আমি মহাকালকে

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ

কবিতা আগুন জ্বলে আফছানা খানম অথৈ গাজার বুকে জ্বলছে আগুন পুড়ছে কতো ঘরবাড়ি তাবুর ভিতর বসত করে কতো শত নরনারী

ঘৃণা (৬)

যদি ভালবাসা চাও ভালবাসা পাবে যদি ঘৃণা চাও ঘৃণা পাবে। কোনটা নেবে সে তোমার ইচ্ছা। আমাকে ঘৃণাই দাও। কেন? আমি

গরিবের স্বপ্ন

লেখক: ফ্র্রিল্যান্সার ওয়াহিদ। গরিবের ঘরে জন্ম নিয়েছি, তাই কি আমায় হারতে হবে? স্বপ্নগুলো পুড়বে আগুনে, কাঁদবে মন দিনরাতে রবে? বড়লোকেরা

One Reply to “সত্যের পথ মিথ্যার পথ”

Leave a Reply