সত্যের পথ মিথ্যার পথ

0

অনেক কঠিন সত্যের পথে থাকা,

অনেক সহজ মিথ্যার পথে থাকা।

সত্যের পথে সবাই থাকতে পারে না,

যারা পারে তারাই পায় ভগবানের ভালোবাসা।

মিথ্যার পথে থাকলে সুখ দু’দিনের,

সত্যের পথে থাকলে সুখ চিরদিনের।

মিথ্যার পথে যে থাকে ভগবানের কাছে সে পছন্দের নয়,

সত্যের পথে যে থাকে ভগবানের আশীর্বাদ সর্বদা সে পায়।

মিথ্যার পথ সহজ হলেও নয় সে বাঁচার উপযুক্ত পথ,

সত্যের পথ কঠিন হলেও সে পথই বেঁচে থাকার আদর্শ পথ।

মিথ্যার পথে যে সারা জীবন থাকে

মরণের পরে তার স্থান হয় নরকের আগুনে,

সত্যের পথে যে সারা জীবন থাকে

মরণের পরে তার স্থান হয় ভগবানের শ্রীচরণে।

তাই তো বলি কখনও থেকো না মিথ্যার পথে,

সর্বদা থাকো সত্যের পথে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী

২৯/৭/২০২৪


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

মানুষের মাঝে মানুষ

মানুষের ভিড়ে হারিয়ে যাই প্রতিদিন, একেকটি মুখ, একেকটি গল্প, চোখের কোণে লুকানো ব্যথা, হাসির ফাঁকে চাপা দীর্ঘশ্বাস। আমি দেখি, তবু

তুমি

হেমন্তের বিকেল শেষে শীতে সকাল আসে, এভাবেই যাচ্ছে সময় তোমার প্রহর গুনে। কথার পিঠে কথা সাজিয়ে বাহানা করেছো হাজার, কি

স্মৃতিচারণ

স্মৃতিচারণ ✒ অনিন্দ্য সূত্রধর মনে পড়ে কি সেই ছোট্ট বেলার কথা? পাখির মতো ছিল তখন উড়ার স্বাধীনতা।। প্রাথমিকের জীবনের দিনগুলো

দু’ ফোঁটা বর্ষণ

""দু' ফোঁটা বর্ষণ"" "শহরতলীর বুকে ঝড়ে পড়া দু ' ফোঁটা বৃষ্টির এসিডময় ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বায়নাগুলো। প্রেমশূন্য ভিটে - দমকা

Leave a Reply