0
‘২১’ তুমি অমর
- ভাস্কর পাল
বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ
বাঙালি বলে চিৎকারেতে, আছে গর্বের টান।
আমরা ভুলিনি সেই দিনটা
ফেব্রুয়ারীর একুশ-
কত বাঙালিই রক্ত ঝরায় মাতৃ ভাষার জন্য;
বাংলা মোদের সুখ-দুঃখ
বাংলাই মোদের মাতৃ দুগ্ধ
বাংলা তুমি অমর হে, একুশ তুমি অমর।
বিশ্ব জুড়ে এই দিনটি বাংলা জয়ের স্মরণ।।
আরো পড়ুন-
- সেরা ১০ টি বাংলা পত্রিকা
- ঘূর্ণিঝড়ের নামের তালিকা
- চিনির উপকারিতা
- ইউটিউব চ্যানেলের নাম নির্বাচন
- পুকুর শব্দের অর্থ কি?

0