অতীত

2

অশান্ত হৃদয়ে আজ সুর উঠেছে

গভীর মস্তিষ্কে হাল্কা হাওয়া বয়েছে

কষ্টগুলো আজ বর্তমান হয়েছে

পুরনো অতীতগুলো অনেক সয়েছে।।

কবে হবে এই সমাপ্তি

কবে পাবো তৃপ্ততা

কবে শেষ হবে কষ্টের প্রাপ্তি।।

দীর্ঘ আঠার বছর লেগেছিল

অসমাপ্ত কাহিনী ভুলতে

তা কি জানা ছিল

আজ আবারও পা বাড়াবে

সেই পুরনো ঘা মনেতে ঢুকতে।।

অতীত…

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

2

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply