এক পলশা বৃষ্টি

1

এক পলশা বৃষ্টি

আকাশে মেঘ জমেছে

মনে দুঃখ বাসা বেঁধেছে।।

মেঘ গর্জন করা শুরু করেছে

মনে ব্যথাগুলো অনেক ব্যথিত হয়েছে।।

বাতাস এসে জানান দিয়েছে

নেইকো বেশি দেরি সে আসার

চোখের পাতাগুলো পিটপিট করছে

অল্প সময়ে আগমন ঘটবে বর্ষার।।

বৃষ্টির দুই ফোঁটা

পরিষ্কার করেছে মেঘকে

ওই চোখের দুই অশ্রু

সরিয়ে দিয়েছে মনের মেঘকে।।

এক পলশা বৃষ্টি

দূর করেছে সকল ময়লা

বৃষ্টির দুই ফোঁটা

আবিষ্কার করেছে বিশুদ্ধ কয়লা।।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

rarpita

Author: rarpita

অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজেকে দেখুন

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

Leave a Reply