পুড়ে হব ছাই

0

আজ আমি এসেছি তোমার দুয়ারে
প্রেমের জন্য ভিক্ষা চাই
ফিরিয়ে দিও না আমাকে।
আজ আমি বলতে চাই অতীতের কথা
দশটি বছর চেপে রেখেছি
বিরহের সব ব্যাথা।
অপেক্ষা আর ধৈর্য ধরে ছিলাম তোমার জন্য
তোমায় পেলে সুখী আমি, এ জীবন হবে ধন্য।
তোমার জন্য মনের মাঝে নতুন ঘর বেঁধেছি
স্বপ্নে আমি নদীর বুকে নৌকার মাঝি হয়েছি।
একবার বলো তুমি আমায় দিবে মন
তবেই আমি ফিরে পাবো অমূল্য ধন।
গভীর রাতে স্বপ্নে দেখি তোমার মুখখানি
তাইতো তোমায় এ জীবনে আপন হিসেবে জানি।
প্রেমের আগুনে জ্বলছি আমি
পুড়ে হব ছাই,
তোমায় ছাড়া ব্যর্থ আমি,
তুমি ছাড়া কিছু নাই।

 


আরো পড়ুন-


 


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

Leave a Reply