কবরের অভিযাত্রী

0

আকাশ পানে এক টুকরো সাদা মেঘ
তরুলতারা যেন আজ হয়ে গেছে গম্ভির
পাখিদের কণ্ঠে আজ নেই কোন গান
মাটির বুকে যাচ্ছে এক আদম সন্তান ।

চাকচিক্ক যার ছিল নিত্ত সঙ্গী
আজ সে সাদা কাফনে বন্দী
বিদায় পৃথিবী !
শুনছে তবুও পারছে না বলতে ।

দাঁড়িয়েছে আদম সন্তানেরা কম্পিত হৃদয়ে
করে দিও ক্ষমা আদম সন্তানকে
জান তুমি সব, জানে না এ পথিক
অকৃতজ্ঞকে ক্ষমা করে সম্মান দিও অধিক ।

হে মাটি ! তোমার বূকে চড়েছে যে এ জীবন
করিও সদাচরণ, যেমন চান প্রতিপালক ।

 

আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

Leave a Reply