তোমাদের শহরে

1

তোমাদের শহর

জোবায়ের হোসাইন সাকিব

তোমাদের শহরে হাজারো স্বপ্ন এখন ঘুমিয়ে
কেউ গোঁফে তেল সাটে,কেউ খেটে মরে।
হাটে-বাজারে অসুস্থ প্রতিযোগিতা প্রতিক্ষণে,
ঠাঁই পেয়ে যাবে দেখো এ অদ্ভুত শহর শয়তান মনে।

তোমাদের শহরের রাস্তায় একদিন বের হবে
হাতে একটা কলম আর একটা খাতা নিয়ে
মানুষ খুঁজে পাবে সামান্য এপাশে-ওপাশে
মাঠেঘাটে, পথে-প্রান্তরে ছেয়েছে অমানুষে।

গান গায় বনের পক্ষী – সুখের গান ধরে গলাতে
তবু কেন আঘাত বুক বরাবর ক্ষত চিহ্নে
মনে হচ্ছে তবে তা গান নহে
কেউ কাঁদছে ঘন তমসায় দাঁড়িয়ে
আর এভাবেই লুটপাট হচ্ছে কৃষকের স্বপ্ন তোমাদের শহরে।

 


আরো পড়ুন-


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

1

Md. Zobayer Hossain Sakib

Author: Md. Zobayer Hossain Sakib

আমি মো: জোবায়ের হোসাইন সাকিব, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply