কবিতা

1

দুঃখ

জোবায়ের হোসাইন সাকিব

নিজের দুঃখ বক্ষে চাপিয়া
চলি ওগো সদা হাসিয়া
নিজেকে ভাবি শিমুল তুলো
সাদা বক হয়ে উড়ি যন্ত্রণা সব ভুলিয়া।
পাইনে কাউকে বলিব ব্যথা
নিজে সয়ে যাই সারাবেলা
আমারে দেখিলে পাখিরা কাঁদে
আমি কাঁদি ওদের অশ্রুজল বুঝিয়া।
আমি যে আছি দুঃখ সাগরে
যেথায় পানি বাড়ছে ইঞ্চি ইঞ্চি করে
আমারে উঠাইয়া কেউ ভুল করেনা
আমিই দুঃখ সকল লোকের অন্তরে।

০৮ নভেম্বর ২০২৩


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Md. Zobayer Hossain Sakib

Author: Md. Zobayer Hossain Sakib

আমি মো: জোবায়ের হোসাইন সাকিব, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

কবিতা রোজা আফছানা খানম অথৈ

রোজা আফছানা খানম অথৈ নীল আকাশে চাঁদ উঠেছে রোজা হবে কাল, আমরা সবাই রাখব রোজা শফথ করছি আজ। রোজা রাখব

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ

কবিতা ভালোবাসার বন্ধন আফছানা খানম অথৈ বউ হলো আপনজন স্বামী হলো স্বজন, এই দুয়ে মিলে হয় ভালোবাসার বন্ধন। এই বন্ধন

One Reply to “কবিতা”

Leave a Reply