তোমাদের শহরে

1

তোমাদের শহর

জোবায়ের হোসাইন সাকিব

তোমাদের শহরে হাজারো স্বপ্ন এখন ঘুমিয়ে
কেউ গোঁফে তেল সাটে,কেউ খেটে মরে।
হাটে-বাজারে অসুস্থ প্রতিযোগিতা প্রতিক্ষণে,
ঠাঁই পেয়ে যাবে দেখো এ অদ্ভুত শহর শয়তান মনে।

তোমাদের শহরের রাস্তায় একদিন বের হবে
হাতে একটা কলম আর একটা খাতা নিয়ে
মানুষ খুঁজে পাবে সামান্য এপাশে-ওপাশে
মাঠেঘাটে, পথে-প্রান্তরে ছেয়েছে অমানুষে।

গান গায় বনের পক্ষী – সুখের গান ধরে গলাতে
তবু কেন আঘাত বুক বরাবর ক্ষত চিহ্নে
মনে হচ্ছে তবে তা গান নহে
কেউ কাঁদছে ঘন তমসায় দাঁড়িয়ে
আর এভাবেই লুটপাট হচ্ছে কৃষকের স্বপ্ন তোমাদের শহরে।


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

1

Md. Zobayer Hossain Sakib

Author: Md. Zobayer Hossain Sakib

আমি মো: জোবায়ের হোসাইন সাকিব, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

জানোয়ার ( ৭)

মানুষ যদি মানুষ না হত? সে জানোয়ার হত।কারন? জানোয়ারের চা'র ঠ্যাং।একদিন এক জানোয়ার গেল মাঠে, গিয়ে দেখল  এক জানোয়ার শুয়ে

ভিক্টোরিয়া পার্ক

ভিক্টোরিয়া পার্কে কি হয়? সবাই প্রেম করে, একজন আরেকজনের গলা জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে কি কয়? তুমি আমার হও, তুমি

কাবার ইমাম ক্ষুব্ধ

[ez-toc]কাবার ইমাম ক্ষুব্ধ মোঃ রুহুল আমিন কাবার ইমাম ক্ষুব্ধ আজি কেনো জানেন ভাই? কাবায় এসে হাজিরা সব ছবি তোলছে তাই।

স্বাধীনতার ঘ্রাণ

স্বাধীনতার ঘ্রাণ মোঃ রুহুল আমিন স্বাধীনতা এলো বাংলায় দীর্ঘ নয় মাস পর॥ নয়টি মাসে কতো মায়ের শূন্য হইলো ঘর! পাক

Leave a Reply