দু-নয়নে – ভাস্কর পাল 

0

দু-নয়নে

– ভাস্কর পাল

 

রেখেছি তোমারে বারংবার

অশ্রু ভরা দু-নয়নে

গল্পটাকেই কল্পনাতে

সত্য বলে নিয়েছি মেনে।

গড়ে তুলেছি হাজারও স্বপন

দু-নয়নের সম্মুখনে,

বাতাসে বইছে ফাগুন হাওয়া

গগন তলে ঝরছে আলো।

হাজারও কোমল মেঘেরও বর্ষণ

আজব এক টান-পেরণে

অকাল লেগেছে মনের গোপনে।

যখন লাগে একলা ভারী

চলে যাই সেই নদীর ধারে

ভাসিয়ে আসি স্বপ্ন গুলো

নৌকা করে অশ্রু জলে।

মাস ঘনিয়ে কাটছে বছর

যুগান্তরের মিলন ছন্দে

ঘন মেঘে লুকিয়ে পড়েছে

সৃষ্টিকর্তা সূর্যি দেব।

কপোলতলে বইছে নদী

ঈশান কোণে মেঘের বর্ষণ।

আনছি দাবি, জবাব চাইছি,

নেশায় মত্ত ঐ যে ‘রূদ্র’

এটাই কি ছিল লেখ্য!

হস্তাপনের সেই রেখেতে?

খেপে ওঠ আজ তুই মেঘনাদ-

ভাসিয়ে দে বিশ্ব ভুবন

ভোলার ছন্দে তুইও আজ

দেখিয়ে দে তোর লীলা খেলা।

তবুও মোছেনি স্মৃতি চিহ্ন

আঘাতের সেই লাল নীলিমা

নারীর দেহের সেই ক্ষতটা

মিটাতে পারবে একদিনে?

অন্ধ রাতের অন্ধকারে

শিয়াল কুকুরের হুঙ্কারে

ঐ যে লাগলো দ্বন্দ্ব দেখো

ঝরছে রক্ত আকাশ হতে

কত বীর সব দিচ্ছে প্রাণ

দু-নয়নে ঝরছে জল;

তবুও সেই পাগলা ভোলা

দেখছে মজা, নেশায় মেতে।

দু-নয়নে রাখছি ধরে

বেঁধেছি তাঁদের মনের গোপনে

আয়-রে সব; বাজা কাঁসর – বাজা ঘন্টা

মাতিয়ে তোল বিশ্ব ভুবন।

দু-নয়নে আজ রক্ত ঝরছে

শেষ হবে আজ, এ ধরাতল।।

 


আরো পড়ুন-


 


56
বিজ্ঞাপনঃ মিসির আলি সমগ্র ১: ১০০০ টাকা(১৪% ছাড়ে ৮৬০)

0

ভাস্কর পাল

Author: ভাস্কর পাল

আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া ২০২২ সালে নিজের একটি একক কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছে।

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

আমি নেই, সে নেই

আমি নেই,সে নেই। লেখক: মোহাম্মদ রিফাত মন্ডল নিভৃত কথাগুলো কেন এত রহস্যময়? না-জানা বেদনা কেন এত ম্লানিমাময়? কী লুকিয়ে আছে

এম পি হবো

রাজনীতিতে নাম লিখাবো দেশ বিদেশে যাবো, একবার শুধুই এম পি হলে শত বাজেট পাবো। বাড়ি করবো গাড়ি কিনবো বাজেট টাকায়

কবিতা: ক্ষয়িষ্ণু সবর

মানব হয়ে জন্মে যেজন পায়নি মানবজীবন, খেল-তামাশার দুনিয়াতে তার বেঁচে থাকাও যাতন।   যতই তালাশ করে ফিরি সমাধানের গলি, সমস্যারা

কবিতা: অপ্রাপ্তি

নষ্ট ধরার ক্লিষ্ট নীড়ে কষ্টে মোড়া এ জীবন, চাওয়াগুলোকে পরিহাস করে অপূর্ণতায় পূর্ণ ভুবন।   প্রাপ্তি কেবল হতাশাতে মেলে, চাইতেও

Leave a Reply