ধূমপান

0

ধূমপান বিষ পান জেনে রাখো ভাই,

ধূমপান বিষয়ে কোনো রক্ষা নাই,

ধূমপানে ক্যান্সার,

ধূমপানেই আলসার,

ধূমপানের বিষ ধোঁয়ার পরিবেশ দূষিত,

দূষণেতে আমরাও হয়ে যায় রোগাক্রান্ত।

ধূমপানের টাকা নষ্ট,

ধূমপানের জীবন চাই,

ধূমপানের দুর্গন্ধ,

ধূমপানের কোন আনন্দ নাই।

এসো হে ধুমপায়ী ধূমপান ছাড়ি,

ধূমপান ছেড়ে আবার নতুন জীবন গড়ি।

 


আরো পড়ুন-


Screenshot 3
বিজ্ঞাপনঃ বই কিনুন, বই পড়ুন

0

Afroza

Author: Afroza

Assalamualaikum

নিচের লেখাগুলো আপনার পছন্দ হতে পারে

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ

কবিতা শ্রেষ্ঠ নবী আফছানা খানম অথৈ নুরের নবী দয়ার ছবি এলেন দুনিয়ায়, আলোকিত করলেন সমস্ত দুনিয়া। নুরের নবী দয়ার খনি

ছলনা

ভালবাসি বললে ভুল হয়। বলতে হয় ঘৃণা করি।কারন, ভালবাসার নামে তুমি যা দিয়েছ সব ছলনা। তুমি এমন ভালবাসা কেন দিলে

বড়ো সাধ

বড়ো সাধ মোঃ রুহুল আমিন এই ধরাতে শতো বছর বেঁচে থাকতে চাই, মানুষ হলে মানুষ কূলে পাবো তখন ঠাঁই। দেহের

গল্প সানাম আফছানা খানম অথৈ

গল্প সানাম আফছানা খানম অথৈ ইরাকের বাগদাদ শহরে এক যুবতি মেয়ে ছিল।নাম তার সানাম।সানাম ছোটবেলা থেকে খুব ভালো ছিলো।নামাজি, পর্দানশীন,

2 Replies to “ধূমপান”

Leave a Reply