‘মাছ’ শব্দটি বিশেষ্য পদ। এর অর্থ হচ্ছে মৎস্য বা, মীন। সমার্থক শব্দ যাই হোক না কেন মাছ বলতে শীতল রক্তবিশিষ্ট মেরুদন্ডী প্রাণীকে বোঝায় যা পানিতে বাস করে, ফুলকার মাধ্যমে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে, সাধারণত শরীরে আঁশ থাকে।
- এমন অনেক মাছ আছে যেগুলোতে আশ থাকে না
- সমূদ্র, নদী, খাল, বিল, হাওর এবং আরো নানারকম জলাশয়ে এই শীতল প্রাণীটি বাস করে
- অনেকের শখ থাকে অবসরে মাছ ধরা, বড়শি পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেও ভালো লাগে
স্যামন মাছ অত্যন্ত সুস্বাদু একটি মাছ, এতে ওমেগা থ্রি ফ্যাটি এসিড থাকে। পৃথিবীর প্রায় সব জায়গাতেই মাছকে গ্রহণ করা হয় খাদ্য হিসবে, নিরামিশাষীদের জন্য অবশ্য সেটি সুখকর কোন তথ্য নয়। একিউরিয়ামে মাছের সৌন্দর্য্য উপভোগ করতে পছন্দ করেন এমন মানুষের সংখ্যাও কম নয়।
সময় থাকলে পড়তে পারেন-